ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক কলরেট পুনর্নির্ধারণ

প্রকাশিত: ০৭:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

আন্তর্জাতিক কলরেট পুনর্নির্ধারণ

বিডিনিউজ ॥ আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট পুনর্নির্ধারণ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সর্বনিম্ন পৌনে দুই সেন্ট (০.০১৭৫ মার্কিন ডলার) এবং সর্বোচ্চ আড়াই সেন্ট (০.০২৫০ মার্কিন ডলার) কল টার্মিনেশন রেট পুনর্নির্ধারণ করে বৃহস্পতিবার সন্ধ্যায় সব মোবাইল ফোন অপারেটর, আইজিডব্লিউ এবং আইসিএক্সের নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে বিটিআরসি। চিঠিতে বলা হয়েছে, সর্বনিম্ন কল টার্মিনেশন রেটের ভিত্তিতে রাজস্ব ভাগাভাগি হবে। পত্র জারি অর্থাৎ বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া চিঠিতে বলা হয়, বৈদেশিক মুদ্রা আহরণে বিটিসিএলসহ সব আইজিডব্লিউ অপারেটর কমিশন নির্ধারিত সীমানায় সর্বোচ্চ রেটে আন্তর্জাতিক কল টার্মিনেশন করবে। এর ব্যত্যয় হলে দেশে বৈদেশিক মুদ্রা কম আনা হয়েছে বলে গণ্য হবে এবং প্রয়োজনে বিটিআরসি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহায়তা নেবে। অপারেটররা বলছে, এ সিদ্ধান্তে আইজিডব্লিউ অপারেটরদের আয়ের পথ আরেক ধাপ বাড়ল। এর ফলে বৈধ পথে আন্তর্জাতিক কলের পরিমাণ কমে যাবে এবং ওটিটি (ভাইবার, হোয়াটএ্যাপস ইত্যাদি) কল বাড়বে ফলে অপারেটরদের রাজস্ব কমবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা। তবে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, “বিষয়টা অনেকটা পরীক্ষামূলকভাবে নেয়া হয়েছে। বিটিআরসি ইচ্ছা করলে যে কোনো সময় এই কলরেট পুনর্নির্ধারণ করতে পারবে।” বর্তমানে আন্তর্জাতিক টেলিযোগাযোগে ‘ইনকামিং কল টার্মিনেশন রেট’ সর্বনিম্ন দেড় সেন্ট থেকে সর্বোচ্চ সাড়ে ৩ সেন্ট।
×