ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৭:০২, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

সংস্কৃতি ডেস্ক ॥ কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ ২৩ ফেব্রুয়ারি। তিনি ছিলেন বাংলা সাহিত্যজগতে দ্রোহী কথাসাহিত্যের শুদ্ধ আধুনিকোত্তরক। ১৯৭১ সালের ৭ মার্চের স্বাধীনতার ঘোষণার পর থেকেই তিনি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দায়িত্ব পালনসহ স্বাধীনতা লাভের জন্য নানাভাবে কাজ শুরু করেন। ২৫ মার্চের রাত ও ২৬ মার্চের ভোর রাতের পৈশাচিকতার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের মুক্তির পক্ষে সোচ্চার হয়ে ওঠেন তিনি। সে সময় তিনি ইংল্যান্ডের ‘পাকিস্তান সোসাইটি’র সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে ‘সেন্ট আলব্যানস বাংলাদেশ এ্যাকশন কমিটি’ গঠন করেন এবং আহ্বায়ক নির্বাচিত হন। বিশ্বজনমত গঠনের জন্য ইংল্যান্ডের বিভিন্ন শহর ভ্রমণ ও বক্তৃতা দিয়ে তহবিল সংগ্রহ করেন।
×