ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সজল-মৌসুমীর ‘আবার কেন দেখা হলো’

প্রকাশিত: ০৭:০০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

সজল-মৌসুমীর ‘আবার কেন দেখা হলো’

স্টাফ রিপোর্টার ॥ মাছরাঙা টিভিতে আজ শুক্রবার রাত ৭-৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘আবার কেন দেখা হলো’। আকাশ রঞ্জন রচিত নাটকটি পরিচালনার পাশাপাশি সম্পাদনাও করেছেন তরুণ নির্মাতা রবিউল হাসান সোহেল। ‘আবার কেন দেখা হলো’ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নুর সজল ও মৌসুমী হামিদ । আরও অভিনয় করেছেন প্রবীন অভিনেত্রী ডলি জহুর, জাহাঙ্গীর চৌধুরীসহ আরও অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী। ‘আবার কেন দেখা হলো’ নাটক প্রসঙ্গে নির্মাতা রবিউল হাসান সোহেল বলেন, একই ধরনের নাটক দেখতে দেখতে দর্শকরা যখন বিরক্ত তখন গতানুগতিক ধারার ভেতর থেকে বেরিয়ে এসে নাটকটি গল্প বলার চেষ্টা করেছি। নাটকের অভিনয়শিল্পী হিসেবে এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক সজল, চিত্রনায়িকা মৌসুমী হামিদ, গুণী অভিনেত্রী ডলি জহুর ভাল অভিনয় করেছেন। আমরা আমাদের আশপাশে যা কিছু দেখি সে সবের চাকচিক্য বা বাইরের মাধুর্যতা নিয়েই আমরা ব্যস্ত থাকি কিন্তু অভ্যন্তরীণ বিষয়টাকে আমরা মূল্যায়ন করি না। সেটা হতে পারে আমাদের মনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা আমাদের বর্তমান সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের প্রতিফলন। সেই সূত্র ধরেই নাটকে বাস্তবজীবনের ঘটনাকে তুলে ধরা হয়েছে। আশাকরি নাটকটি দর্শকদের ভাল লাগবে।
×