ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলে গেলেন সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু

প্রকাশিত: ০৭:০০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

চলে গেলেন সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু

স্টাফ রিপোর্টার ॥ বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু আর নেই। বৃহস্পতিবার বেলা ১২টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন গীতিকার লিটন অধিকারী রিন্টু। দীর্ঘদিন ডায়াবেটিস, হার্ট ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে আবার স্ট্রোক হয় তার। সেখান থেকে আর ফিরে আসতে পারল না সে। হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। বাদ আসর সেখানে অনুষ্ঠিত হয় রুপুর প্রথম জানাজা। এরপর লাশ নিয়ে যাওয়া হয় বাংলাভিশনের পেছনে অবস্থিত শ্রুতি স্টুডিওতে। দীর্ঘদিন এখানে কাজ করেছেন তিনি। তৈরি করেছেন অনেক শ্রোতা প্রিয় গানের সুর ও সঙ্গীত। সেখানে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় রুপুর আবাসস্থল মগবাজারের ডাক্তার গলিতে। তারপর বাদ এশা বড় মগবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয় তার শেষ জানাজা। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয় আলী আকবর রুপুকে। মৃত্যুকালে তিনি স্ত্রী নারগিস আকবর, পুত্র সিডনি ও একমাত্র মেয়ে ফারিয়া নাজসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে আলী আকবর রুপুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে। কেউ কেউ ফেসবুকে রুপুর জন্য জান্নাত কামনায় প্রার্থনা করে স্ট্যাটাস দিয়েছেন। সঙ্গীতে আলী আকবর রুপুর শুরুটা গিটারিস্ট ও কিবোর্ড বাদক হিসেবে। ১৯৮০ সালে ‘একটি দুর্ঘটনা’ এ্যালবাম দিয়ে অডিও গানে তার অভিষেক ঘটে। প্রথম এ্যালবামেই তিনি বাজিমাত করেন। এ্যালবামের গানগুলো বেশ প্রশংসিত হয়। ১৯৮২ সালের দিকে ‘উচ্চারণ’ ব্যান্ডে কিছুদিন গিটার ও কিবোর্ড বাজিয়েছিলেন। পরবর্তী সময়ে উচ্চারণ ছেড়ে দেন। তারপর ‘উইন্ডস’ নামে একটি ব্যান্ড গঠন করেছিলেন। ১৯৮৪ সালে মালেক আফসারী পরিচালিত ‘রাস্তার ছেলে’ চলচ্চিত্রে গান করে জনপ্রিয়তা পান এ সুরকার। মাত্র ছয়টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। আব্দুলাহ আল মামুনের ‘দুই বেয়াইর কীর্তি’ তার সঙ্গীত পরিচালনায় সর্বশেষ চলচ্চিত্র। তবে আলী আকবর রুপু দেশের সর্বত্র পরিচিতি পেয়েছিলেন বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে। প্রায় দুই যুগ ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অসংখ্য গানের সুর করেছেন তিনি। হানিফ সংকেতের মুখে অনুষ্ঠানটির প্রতি পর্বে আলী আকবর রুপুর নাম শোনাটা হয়ে উঠেছিল নিয়মিত বিষয়। সর্বশেষ বেসরকারী টেলিভিশন বাংলাভিশনে কর্মরত ছিলেন আলী আকবর রুপু।
×