ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অভিনয়ে মুগ্ধতা ছড়াতে চান উর্মিলা

প্রকাশিত: ০৬:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

অভিনয়ে মুগ্ধতা ছড়াতে চান উর্মিলা

সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০০৯ সালে অনুষ্ঠিত লাক্স চ্যানেল আই সুপার স্টার- এ অংশগ্রহণ করে টপ সিক্সে আসেন। তারপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। ছোটপর্দার দর্শকপ্রিয় এই অভিনেত্রী একাধিক ধারাবাহিক ও খণ্ড নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্র দিয়ে দর্শকদের কাছেও বেশ গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন এই গ্ল্যামার কন্যা। তাই নির্মাতাদের কাছেও আস্থা নির্ভর শিল্পী হয়ে উঠেছেন তিনি। প্রেম-ভালবাসার চরিত্রের বাইরে সাংবাদিক, মা, নেতিবাচকসহ বিভিন্ন চরিত্রে তাকে দেখা গেছে। অভিনয়ে মুগ্ধতা ছড়াতে চান বলে এই অভিনেত্রীর ভাষ্য। এ সম্পর্কে তিনি বলেন, আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। এ দিকে একসঙ্গে অনেক গুলো ধারাবাহিক নাটকে ব্যস্ত লাক্স তারকা উর্মিলা। এক মুহূর্তে আঙুল গুনে বলতে না পারলেও এই অভিনেত্রী জানালেন, সোনার শিকল, প্রেমনগর, শুকনো পাতার নূপুর, মেঘে ঢাকা শহর, সম্পর্ক, বৌ বিবি বেগম ছাড়াও আরও বেশকিছু নাটকে কাজ করছেন। প্রতিটি ধারাবাহিকে তিনি বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করছেন। এরমধ্যে কয়েকটি নাটক রয়েছে প্রচারে। উর্মিলা আনন্দকণ্ঠকে বলেন, ‘ধারাবাহিকে নিয়মিত কাজ করলেও খণ্ড নাটকে কাজ করতে বেশি ভাললাগে। কারণ গল্প ও নির্মাণের সাসপেন্সটা হয় ন্যাচারাল। জোর করে টেনে নিতে হয় না।’ তবে উর্মিলা বলেন, তার অভিনয় করা ধারাবাহিক নাটকগুলোও বেশ ভাল। তার ভাষ্য, ‘যেগুলোতে কাজ করছি সব নাটক চমৎকার। ভ্যারিয়েশন আছে। তাছাড়া অনেক সময় অনুরোধ রাখতেও কাজগুলো করতে হয়। আর ধারাবাহিকে কাজ করতে ভাল না লাগার কারণ হচ্ছে কিছুপর গল্পের গাঁথুনি মজবুত থাকে না। দর্শকরাও চরিত্র কিংবা গল্প খুঁজে পান না। প্রচার চলতি ‘সোনার শিকল’ ধারাবাহিকে অপরাধ চক্রের একজন সদস্যের ভূমিকায় আমাকে দেখা যাচ্ছে। গতানুগতিক চরিত্র দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেয়া যায় না বলে আমি মনে করি। ধারাবাহিকের বাইরে বেশকিছু খণ্ড নাটকের কাজ করবেন ঊর্মিলা। ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রের জন্যও নিজেকে প্রস্তুত করছেন বলে ঊর্মিলা জানান। ভাল গল্প এবং ভাল চরিত্রে কাজ করার সুযোগ পেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করতে চান বলে জানান তিনি। অভিনয় শিল্পী সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সংগঠনের কার্যক্রম কেমন চলছে জানতে চাইলে ঊর্মিলা আনন্দকণ্ঠকে জানান, খুবই ভালভাবে কার্যক্রম চলছে। ছোটপর্দার এখনকার কাজ নিয়ে আপনার মতামত কী? এখন খুব ভাল কাজ হচ্ছে। দর্শক নাটক দেখছে। তারা ভালভাবেই নাটক গ্রহণ করছে। ভাল কাজ করলে ভাল সাড়া পাওয়া যায়। আগামীর প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভাল কাজ করে যেতে চাই। ভাল কাজের মাধ্যমে দর্শকদের মনে বেঁচে থাকতে চাই আজীবন। এটাই আমার প্রত্যাশা।
×