ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টোকিও অলিম্পিক

কোয়ালিফাইয়ের লক্ষ্য কারাতেকাদের

প্রকাশিত: ০৬:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

কোয়ালিফাইয়ের লক্ষ্য কারাতেকাদের

স্পোর্টস রিপোর্টার ॥ ২০২০ টোকিও অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছেন জাতীয় দলের কারাতেকারা। সুযোগ পেলে দেশের হয়ে পদক জিততে চান। ২০১৯ নেপাল এসএ গেমসেও শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য অন্তরা-লোকমানদের। দুই বছর আগে কারাতেকে অন্তর্ভুক্ত করে অলিম্পিক কমিটি। ২০২০ টোকিও অলিম্পিকেই দেখা যাবে এই ইভেন্টটি। এই অন্তর্ভুক্তির পরেই এখন অলিম্পিকে চোখ বাংলাদেশের। কোচের বিশ্বাস বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ পেলে অলিম্পিকে যাওয়ার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। আপাতত নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটছে কারাতে ফেডারেশনের। এরপরই স্বাধীনতা কাপ আয়োজনের কথা তাদের। তৃতীয় বিভাগ ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলমান ‘সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগে’ বৃহস্পতিবারের খেলায় দিপালী যুব সংঘ ১-০ গোলে উত্তরা ফ্রেন্ডস ক্লাবকে এবং মীর হাজীরবাগ স্পোর্টিং ক্লাব একই ব্যবধানে গভঃ প্রিন্টিং প্রেস এসএ্যান্ডআরসিকে হারায়। ভেটারেন্স কাপ ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা সোনালী অতীত ক্লাবের আয়োজনে এবং ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিেিটড এবং জেমকন গ্রুপের সহযোগিতায় সাবেক ফুটবলারদের অংশগ্রহণে ‘ভেটারেন্স কাপ ফুটবল টুর্নামেন্ট’ বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে দেশের ১১ ও লন্ডনের ১টি দলসহ মোট ১২ দলের অংশগ্রহণে আজ সকাল ৮টা থেকে শুরু হচ্ছে।
×