ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন ফুটবলারদের সংগ্রহে মরিয়া ক্লাবগুলো

প্রকাশিত: ০৬:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

নতুন ফুটবলারদের সংগ্রহে মরিয়া ক্লাবগুলো

স্পোর্টস রিপোর্টার ॥ আকাশচুম্বী দাম উঠেছে ফুটবলারদের। ৫০ লাখ টাকায় মতিন মিয়াকে আগামী মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। শুধু মতিন নয়, গুঞ্জন আছে প্রায় ৮০ লাখ টাকায় তিন বছরের চুক্তিতে সাইফে যোগ দিচ্ছেন জাফর ইকবাল। এ তালিকায় আরও আছেন সুফিল, সবুজ কিংবা আরিফুলরা। সংশ্লিষ্টরা মনে করছেন, মান না থাকার পরও এই বিশাল অঙ্কের দলবদলে তরুণরা আগ্রহ হারাচ্ছেন জাতীয় দলের হয়ে পারফর্মেন্স করতে। ক’দিন আগেই স্বাধীনতা কাপ শেষ হলো। এখনও ঘোষণা হয়নি ঘরোয়া ফুটবলের দলবদলের তারিখ। অথচ এর মধ্যেই নতুন খেলোয়াড়দের দলে ভেড়াতে আঁটঘাট বেঁধে নেমে পড়েছে ক্লাবগুলো। দেশের ফুটবলের যেখানে তথৈবচ অবস্থা সেখানে রমরমা অবস্থা দলবদলে। বাংলাদেশ ফুটবল দলের পারফর্মেন্সের সঙ্গে খেলোয়াড়দের পারিশ্রমিক অনেকের কাছেই বেমানান। কারও মূল্য একলাফে বেড়ে দাঁড়িয়েছে চার গুণে। কেউবা হাঁকাচ্ছেন ৮০ লাখ টাকা। সাফল্যহীন, মানহীন, তারকাহীন ফুটবলে এত টাকা দাবি করার বিপরীতে যেন অসহায় ক্লাবকর্তারা। গত কয়েক মৌসুমে খেলোয়াড়দের দামের বিপরীতে মান কমছে জাতীয় দলের ফুটবলে। তাইতো দেশের ফুটবলকে বাঁচাতে খেলোয়াড়দের দলবদলকে একটি নির্দিষ্ট কাঠামোতে আনার দাবি সংশ্লিষ্ট সবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দাবা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুম, আজমপুর বাসস্ট্যান্ড, সেক্টর # ৬, উত্তরা, ঢাকায় আজ সকাল ১০টা থেকে শুরু হবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা’। প্রতিযোগিতার উদ্বোধন করবেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অন্যতম উপদেষ্টা করিম হাসান খান। প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার দেয়া হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ৫ প্রতিযোগীর বিরুদ্ধে সিমোলটেনিয়াস দাবায় অংশ নেবেন। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং উত্তরা পূর্ব ও পশ্চিম থানার মুক্তিযোদ্ধা কমান্ডার কুতুবউদ্দীন আহমেদ। গ্রামীণ খেলা... স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ থেকে গ্রামীণ খেলার ট্রতিযোগিতা ধানম-ি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে শুরু হবে। প্রতিযোগিতা শেষ হবে শনিবার। এতে ঢাকা বিভাগের ১৩ জেলা দল অংশ নেবে। শুক্রবার সকাল ৯টায় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন। বিজিএমইএ ফুটবলের ফল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এ্যান্ড এক্সপোর্টর্স এ্যাসোসিয়েশন (বিজিএমইএ) কাপ ফুটবলের তৃতীয় আসর শুরু হয়েছে ২০ ফেব্রুয়ারি থেকে উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের এ্যাস্ট্রো-টার্ফ মাঠে। শেষ হবে ২ মার্চ, বনানীর আর্মি স্টেডিয়ামে। এ টুর্নামেন্টে বাংলাদেশের ১৬ স্বনামধন্য পোশাক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বুধবারের খেলায় এপিলিয়ন গ্রুপ ২-১ গোলে ফরটিস গ্রুপকে, কমফিট কম্পোজিট নিট ১-০ গোলে নাসা গ্রুপকে, বান্দো ডিজাইন ৪-০ গোলে মজুমদার গ্রুপকে এবং টর্ক ফ্যাশনস ১-০ গোলে ভারসাটাইল গ্রুপকে হারায়। এছাড়া এ্যাপারেল ইন্ডাস্ট্রি বনাম মেহনাজ স্টাইল এ্যান্ড ক্রাফট এবং মাস্ক ট্রাউজার বনাম আলি গার্মেন্টস ম্যাচটি যথাক্রমে ১-১ এবং ৩-৩ গোলে ড্র হয়।
×