ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার বর্ণনা দিলেন বাউচার্ড

প্রকাশিত: ০৬:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার বর্ণনা দিলেন বাউচার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫ সালের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন চলাকালে লকার রুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন কানাডার তরুণ প্রতিভাবান খেলোয়াড় ইউজেনি বাউচার্ড। এর পরপরই মিশ্র দ্বৈত এবং মহিলা একক থেকে নিজের নাম সরিয়ে নেন তিনি। কিন্তু তারপরও সেই ব্যথা মারাত্মকভাবে ভোগায় তাকে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস এ্যাসোসিয়েশনের (ইউএসটিএ) অসচেতনতা, অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা এবং কর্তৃপক্ষের অমনোযোগী দৃষ্টিভঙ্গির কারণেই এই দুর্ঘটনার শিকার হয়েছিলেন উইম্বলডনের সাবেক এই ফাইনালিস্ট। যে কারণে ইউএসটিএ’র বিরুদ্ধে মামলা করেছিলেন বাউচার্ড। সেই মামলা এখনও চলছে। বুধবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে হাজির হয়ে সেই ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিলেন কানাডিয়ান তারকা। এ বিষয়ে তিনি বলেন, ‘পড়ে গিয়ে আমি মারাত্মক আঘাত পেয়েছিলাম। ভয়ে তখন চিৎকার করতে শুরু করি। ওহ মাই গড। যেন পুড়ে যাচ্ছিলাম আমি।’ ২০১৪ সালে হঠাৎ করেই টেনিস বিশ্বের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন ইউজেনি বাউচার্ড। সেই মৌসুমের প্রথম দুই গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেন তিনি। এরপর উইম্বলডনের ফাইনালে ওঠে কানাডিয়ান এই তারকা রীতিমতো চমকে দেন টেনিস বিশ্বকেই। টেনিসের নতুন তারকা হিসেবে বিবেচনায় চলে আসেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। কিন্তু দুর্ভাগ্য তার। সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি। গত তিন বছর টেনিস কোর্টে একেবারেই বাজে পারফর্ম করেছেন বাউচার্ড। যে কারণেই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১২১ নাম্বারে ছিটকে পড়েন এই কানাডিয়ান তারকা। বাজে পারফর্মেন্সের কারণে টেনিস কোর্টের বাইরে ছিটকে পড়লেও টুইটারে বাজি ধরে গত বছর ঠিকই নতুন করে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। রাগবি সুপারস্টার টম ব্র্যাডিকে নিয়ে টুইটারে বাজিতে হেরে এক অচেনা ভক্তের সঙ্গে ডেটিংয়েও যেতে হয় কানাডিয়ান সুন্দরীকে। তবে কোর্টে পারফর্ম করে আবারও স্বরূপে ফিরতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ২০১৮ সালে এখন পর্যন্ত কোন টুর্নামেন্ট জয় তো দূরের কথা জয়েরই দেখা পাননি তিনি। এদিকে বাউচার্ডের মতো টেনিস থেকে হারিয়ে যাচ্ছেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভাও। পাঁচটি গ্র্যান্ডস্লামের মালিক নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন কোর্টের বাইরে ছিটকে পড়েছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসলেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যদিওবা নিয়মিতই লড়াই চালিয়ে যাচ্ছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা খেলোয়াড়।
×