ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতে ফিরলেন সোধি

প্রকাশিত: ০৬:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

ওয়ানডেতে ফিরলেন সোধি

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৪ সদস্যের কিউই দলে ডাক পেয়েছেন ইশ সোধি। বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকার কারণেই তাকে দলে ডেকেছেন নির্বাচকরা। ইনজুরির কারণে গত কয়েকটি ম্যাচে খেলতে না পারা মিচেল স্যান্টনার ও টড এ্যাস্টলকেও দলে রেখেছে নিউজিল্যান্ড। গত বছরের মে মাসে নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২৫ বছর বয়সী সোধি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে কিউইদের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। সোধিকে নেয়ার কারণ হিসেবে নির্বাচক গ্যাভিন লারসেন বলেন, ‘সম্প্রতি মিচেল ও টড উভয়ের ইনজুরি নিয়েই কিছুটা শঙ্কা ছিল। যে কারণেই স্পিন বিভাগে বিকল্প হিসেবে সোধিকে দলে নেয়া হয়েছে। আগের আটটি ম্যাচ জেতায় ওয়ানডে দল নির্বাচনে আমরা ভাল ধারাবাহিকতা অব্যাহত রাখতে পেরেছি।’ আগামী রবিবার সেডন পার্কে প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। নিউজিল্যান্ড দল ॥ কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড এ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং রস টেইলর।
×