ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোকে ছাড়াই সাবলীল জয় রিয়ালের

প্রকাশিত: ০৬:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

রোনাল্ডোকে ছাড়াই সাবলীল জয় রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্রামে ছিলেন তুখোড় ফর্মে থাকা সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খেলেননি মার্সেলো, টনি ক্রুস, লুকা মডরিচরাও। তাতে অবশ্য থেমে থাকেনি রিয়াল মাদ্রিদের জয়যাত্রা। লা লিগায় তিনটিসহ টানা চার ম্যাচ জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। বুধবার রাতে স্প্যানিশ লা লিগার এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক লেগানেসকে ৩-১ গোলে হারিয়েছে অতিথি রিয়াল। এই ম্যাচের মধ্য দিয়ে গৌরবময় মাইলফলক স্পর্শ করেছেন তারকা ডিফেন্ডার সার্জিও রামোস। প্রাণের ক্লাব রিয়ালের হয়ে তিনি ৫৫০ নম্বর ম্যাচ খেলেছেন। ম্যাচটিতে গোল করে ক্ষণটি স্মরণীয়ও করে রেখেছেন স্পেন অধিনায়ক। এই লেগানেসের কাছে হেরেই মাসখানেক আগে কোপা ডেল’রের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল। এবার তাদের হারিয়ে প্রতিশোধটা মধুরভাবেই নিয়েছে গ্যালাক্টিকোরা। ম্যাচটিতে বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। রোনাল্ডো ছাড়াও লকু মডরিচ, টনি ক্রুস ও মার্সেলোর মতো বড় তারকারা খেলেননি। এদের অনুপস্থিতিতে গ্যারেথ বেলকে শুরু থেকেই দায়িত্ব দেয়া হবে মনে করেছিলেন সবাই। কিন্তু সবাইকে চমকে দিয়ে বেলকে সাইড বেঞ্চে রেখেই একাদশ সাজান জিদান। দ্বিতীয় সারির দল নিয়ে শুরুতেই বড়সড় ধাক্কাও খেয়ে বসে রিয়াল। ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার থেকে ভাগ্যের এক গোল পেয়ে যায় লেগানেস। উনাই বুসতিনসার টোকা রিয়াল গোলরক্ষক ঠেকিয়েই দিয়েছিলেন। তবে ফেরানোর পর চোখের ঝলকে বুসতিনসার গায়ে লেগে বল জড়িয়ে যায় জালে। শুরুর এই ধাক্কা সামলে নিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি রিয়াল। পাঁচ মিনিট পরই মাটেও কোভাসিচের পাস থেকে দারুণ এক কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান লুকাস ভাসকেস। ২৯ মিনিটে সংঘবদ্ধ একটি আক্রমণে এগিয়ে যায় রিয়াল। দারুণ গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। পরের সময়টায় বল নিজেদের কাছে রাখলেও লক্ষ্যভ্রষ্ট অনেক শট নিয়েছে রিয়াল। ৭৫ মিনিটে বেনজেমাকে উঠিয়ে বেলকে নামান জিদান। বদলি হিসেবে নেমে দারুণ একটি গোলের সুযোগও তৈরি করেছিলেন বেল। ম্যাচের ৮৮ মিনিটে তার একক প্রচেষ্টায় নেয়া একটি শট একটুর জন্য বাঁচিয়ে দেন লিগানেস গোলরক্ষক। ম্যাচের শেষ মিনিটে ডি বক্সে কোভাসিচকে ফাউল করেন লেগানেস ডিফেন্ডার। লেগানেসের তিন চারজন ডিফেন্ডার বাধা দিতে গেলে ডি বক্সে পড়ে যান কোভাসিচ। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সার্জিও রামোস। তাতেই ৩-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে জিদানের শিষ্যরা। এ নিয়ে শেষ চার ম্যাচে ১৬ গোল করলো রিয়াল। ভ্যালেন্সিয়াকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট তালিকায় এখন তৃতীয় অবস্থানে তারা। গ্যালাক্টিকোদের ভা-ারে জমা ৪৮ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সিলোনার থেকে জিদানের দল পিছিয়ে আছে ১৪ পয়েন্টে। কাতালানদের পয়েন্ট ৬২। মাইলফলকের ম্যাচটিতে গোল করলেও হলুদ কার্ডও দেখেছেন রামোস। লা লিগায় এ নিয়ে ১৬৬বার হলুদ কার্ড দেখলেন তারকা এই ডিফেন্ডার। যা আসরটির ইতিহাসে কোন খেলোয়াড়ের ক্ষেত্রে সর্বোচ্চ। এস্পানিওলের বিপক্ষে আগামী ম্যাচে তাকে পাচ্ছে না রিয়াল। লেগানেসের বিপক্ষে ম্যাচ শেষে রিয়ালের ড্রেসিংরুমে গিয়ে রামোসকে ‘৫৫০’ নম্বরের স্মারক জার্সি উপহার দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। শীর্ষে থাকা বার্সার সঙ্গে অনেক ব্যবধান। এরপরও আশা ছাড়ছেন না রিয়াল অধিনায়ক রামোস। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা লা লিগায় লড়াই চালিয়ে যাব এবং পয়েন্ট ব্যবধান যত বেশি সম্ভব কমানোর চেষ্টা করব। এমন জয় সবসময় আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আমরা খারাপ সময় পার করে এসেছি এবং আমাদের অর্জনের খাতা একটু একটু করে সমৃদ্ধ হচ্ছে। নিজেদের ফর্ম ফিরে পেয়ে এই ডিফেন্ডার মনে করেন, তাদের সামনে সুযোগ আছে। তারা লড়াই চালিয়ে যেতে চান এবং যতটা সম্ভব ব্যবধান কমাতে চান। আর এটা সম্ভব বলেও মনে করেন রামোস।
×