ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে সিতলিনা-মুগুরুজা

প্রকাশিত: ০৬:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

কোয়ার্টার ফাইনালে সিতলিনা-মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ দুবাই চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ক্যারোলিনা পিসকোভা, ক্যারোলিনা গার্সিয়া, গারবিন মুগুরুজা এবং টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এলিনা সিতলিনা। বুধবার ইউক্রেনের শীর্ষ বাছাই এলিনা সিতলিনা কঠিন লড়াইয়ের পর পরাজিত করেন চীনের ওয়াং ইয়াংকে। স্প্যানিশ টেনিস তারকা কার্লা সুয়ারেজ নাভারোকে হারাতেও ঘাম ঝড়েছে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভার। সেই তুলনায় সহজ জয় পেয়েছেন ফ্রান্সের ক্যারোলিনা গার্সিয়া এবং গারবিন মুগুরুজার। তবে তারকাদের জয়ের দিনে বিদায় নিয়েছেন গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা এবং ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কো। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার কারণে স্বাভাবিকভাবেই ফেবারিটের তকমাটা গায়ে মাখানো এলিনা সিতলিনার। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়ান ওয়াং ইয়াং। এদিন যেন ঠিক প্রাচীর হয়ে দাঁড়ান চীনের এই খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত ৬-১, ৫-৭ এবং ৬-২ গেমে পরাজিত করেছেন প্রতিপক্ষকে। ওয়াং ইয়াংকে হারাতে এদিন সিতলিনার সময় লাগে দুই ঘণ্টারও বেশি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৪৬ নাম্বার খেলোয়াড় ওয়াং। মূলত পেত্রা কেভিতোভা এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ার কারণেই খেলার সুযোগ পান তিনি। কিন্তু দ্বিতীয় সেট জিতে সিতলিনার সমর্থকদের মনের মধ্যেও ভয় ধরিয়ে দিয়েছিলেন। ওয়াংয়ের বিপক্ষে দীর্ঘ সময় লড়াই করে যেন ক্ষুব্ধ হচ্ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন। এ বিষয়ে ম্যাচের শেষে এলিনা সিতলিনা বলেন, ‘কিছুটা ক্ষোভ কাজ করছিল নিজের মধ্যেই। দ্বিতীয় সেটের শেষে কেন নিজের সেরাটা দিতে পারছিলাম না। তবে তার বিপক্ষে ম্যাচটা যেভাবে খেলেছি তাতে আমি খুব খুশি। কেননা দিনের শেষে জয় জয়ই।’ এদিকে, গারবিন মুগুরুজাকে তো প্রথম জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল গভীর রাত ২টা পর্যন্ত! এর মূল কারণ রাশিয়ার দারিয়া কাসাতকিনা এবং গ্রেট ব্রিটেনের জোহানা কন্টার মহাকাব্যিক লড়াই! দারিয়া কাসাতকিনা এদিন দীর্ঘ লড়াইয়ের পর ৪-৬, ৭-৬ (৮/৬) এবং ৬-২ গেমে পরাজিত করেন জোহানা কন্টাকে। এমন ম্যাচে হারের পর হতাশ নন ব্রিটিশ প্রতিনিধি। বরং এখান থেকে ভাল বিষয়গুলো থেকে শিক্ষা নেয়ার কথা জানিয়েছেন তিনি, ‘এই ম্যাচ থেকে আমি কেবল ভাল দিকগুলোই নিতে পারি। এখানে আমি ভাল কিছু করার চেষ্টা করেছি যেগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আরও ভাল করতে পারি।’ টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই গারবিন মুগুরুজা সদ্যসমাপ্ত কাতার ওপেনের ফাইনাল খেলেছেন। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে হার মানেন তিনি। বুধবার দ্বিতীয় পর্বের ম্যাচেও সহজ জয় তুলে নিয়েছেন। স্প্যানিশ টেনিস তারকা এদিন ৬-৩ এবং ৭-৫ গেমে হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিসি বেলিসকে। ফ্রান্সের ক্যারোলিনা গার্সিয়া ৬-৪ এবং ৬-২ গেমে রাশিয়ার একাটেরিনা মাকারোভাকে হারিয়ে দুবাই চ্যাম্পিয়নশিপের শেষ আটের টিকেট নিশ্চিত করেছেন। অন্য ম্যাচে এ্যাঞ্জেলিক কারবার ৬-৪ ও ৬-২ গেমে ইতালির সারা ইরানিকে পরাজিত করে শেষ আটের টিকেট কেটেছেন। তবে দুবাই চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছেন জেলেনা ওস্টাপেঙ্কো। কঠিন লড়াইয়ের পর রাশিয়ার এলিনা ভেসনিনার কাছে এদিন ৬-১ এবং ৭-৬ (৮/৬) গেমে হার মানেন লাটভিয়ার এই টেনিস তারকা। গত মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন ওস্টাপেঙ্কো। তার মতো খেলোয়াড়কে পরাজিত করে রোমাঞ্চিত ভেসনিনা। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘অদ্ভুত একটা ম্যাচ খেললাম। ম্যাচের শুরুতে অবশ্য সবকিছুই আমার পক্ষে এসেছিল। খুব স্বচ্ছ খেলছিলাম। অনেক শট মিস করছিল জেলেনা। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দঁাঁড়ায় সে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা খেলোয়াড় জেলেনা, গ্র্যান্ডস্লামেরও চ্যাম্পিয়ন।
×