ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবিতে ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৬:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

চবিতে ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের ভাংচুরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক ডেকেছেন উপাচার্য। চবি উপাচার্য বলেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সফিউল আলমকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তদন্তের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। কমিটির অন্য দু’জন সদস্য হচ্ছেন আইন অনুষদের ডিন প্রফেসর আবু নোমান ও সহকারী প্রক্টর ফণীভূষণ। উল্লেখ্য, মঙ্গলবার নেতাকর্মীদের আটক করার প্রতিবাদে লাগাতার অবরোধের ডাক দেয় চবি শাখা ছাত্রলীগের একটি অংশ। এরা মহানগরীর মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী বলে পরিচিত। অবরোধের সমর্থনে তারা ক্যাম্পাসের গাড়ি, প্রক্টর অফিস, প্রকৌশল অফিসসহ বিভিন্ন জায়গায় ব্যাপক ভাংচুর চালায়। এর পরিপ্রেক্ষিতে একটি অজ্ঞাতনামা মামলাও হয়। এদিকে বিশ্ববদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে নগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। সিইউজে’র আল্টিমেটাম ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। বৃহস্পতিবার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে পরদিন উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের কর্মসূচীর ঘোষণা দেন। তারা বলেন, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু একজন চিহ্নিত সন্ত্রাসী। তাকে অবিলম্বে গ্রেফতার করা না হলে সিইউজে’র পক্ষ থেকে উপাচার্যের বিরুদ্ধে এক দফার কর্মসূচী প্রদান করা হবে। সিইউজে সহ-সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজে’র যুগ্ম-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, নিরূপম দাশগুপ্ত প্রমুখ। আড়াই লাখ টাকা মুক্তিপণে উদ্ধার ফের চবি শিক্ষার্থী অপহৃত চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত এক শিক্ষার্থীকে মুক্তিপণের বিনিময়ে উদ্ধার করা হয়েছে। অপহৃত শিক্ষার্থীর নাম সাজিদ খান। সে বায়োকেমিস্ট্রি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একদল দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায়। পরে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস থেকে উদ্ধার করা হয় তাকে। এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, কে বা কারা তাকে অপহরণ করেছে তা আমরা এখনও জানতে পারিনি।
×