ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষককে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:০২, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

শিক্ষককে লাখ টাকা জরিমানা

সংবাদদাতা, মেহেরপুর, ২২ ফেব্রুয়ারি ॥ গাংনীতে মোবাইল ফোনের মাধ্যমে এসএসসি পরিক্ষার উত্তরপত্র সরবরাহের অভিযোগে জহুরুল ইসলাম নামের এক শিক্ষককে একলাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি দেলোয়ার হোসেন এ আদেশ প্রদান করেন। দ-প্রাপ্ত জহুরুল ইসলাম উপজেলার মিকুশী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জানা গেছে, এসএসসি জুগিরঘোপা কেন্দ্রে শিক্ষক জহুরুল ইসলাম প্রশ্নের উত্তরপত্র মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে জহুরুল ইসলামকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন চেক করে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে আটক করে। ৯ জয়িতাকে সম্মাননা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ২০১৭-১৮ সালে খুলনা সিটি কর্পোরেশন এলাকার চারটি ক্যাটাগরিতে চার ও জেলা পর্যায়ের পাঁচ ক্যাটাগরিতে নির্বাচিত পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিন উল আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নূর-ই-আলমের সভাপতিত্বে করেন। সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন লুৎফর হক, সেলিনা আক্তার পিয়া, ছাকের বানু এবং রহিমা বেগম। বেগম জাহানারা ভূইয়া, জয়া রানী বোস, মঞ্জরী ম-ল, মর্জিনা খাতুন এবং ছাকেরা খাতুন।
×