ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে স্বামী হত্যার স্বীকারোক্তি

প্রকাশিত: ০৬:০২, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

নীলফামারীতে স্বামী হত্যার স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ স্বামী জাহিদুল ইসলাম (৪৫) চতুর্থ বিয়ে করার জেরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার কথা অকপটে স্বীকার করল তৃতীয় স্ত্রী লাকি বেগম (৩৮)। বৃহস্পতিবার দুপুরে চীফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আমলি আদালতের বিচারকের এজলাসে ১৬৪ ধারার জবানবন্দীতে লাকি বেগম এমন কথাই জানায়। লাকী বেগম দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গাপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। জাহিদুল ছিল তার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর ঘরে লাকির দুই সন্তান। নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার জানান, জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের বিহারীপাড়ার আব্দুল খালেকের ছেলে জাহিদুল ইসলাম। চলতি বছরের ১৭ জানুয়ারি জাহিদুলের বাড়িতে সন্ধ্যায় ঘরের ভেতর তালা লাগানো অবস্থায় বিছানার ওপর জবাই করা জাহিদুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। তদন্তে নেমে এর সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় তার তৃতীয় স্ত্রী লাকি বেগমের। অভিযানে লাকি বেগমকে চট্টগ্রামের বড়দীঘি এলাকা হতে গ্রেফতার করে বুধবার রাতে নীলফামারী নিয়ে আসা হয়। বিচারকের কাছে জবানবন্দীর আগে লাকি জানায়, তার স্বামী পূর্বের দুই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তাকে বিয়ে করে। তাদের বিয়ের এক বছরের মাথায় সে গোপনে চতুর্থ বিয়ে করেছিল। বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। লাকি বেগমের মতে চলতি বছরের জানুয়ারি মাসের ৭ তারিখ রাতে ঘুমানো অবস্থায় সে স্বামী জাহিদুলকে জবাই করে হত্যা করে। গাজীপুরে তিন ইউপির নির্বাচন ২৯ মার্চ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আশরাফুল আলম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
×