ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউএনও’র হস্তক্ষেপ

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণীর ছাত্রী

প্রকাশিত: ০৬:০১, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণীর ছাত্রী

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২২ ফেব্রুয়ারি ॥ ইউএনওকে ফোন করে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মুক্তা আক্তার নামে নবম শ্রেণীর এক ছাত্রী। মুক্তা মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের বিল মহেড়া গ্রামের প্রবাসী লুৎফর রহমানের মেয়ে এবং ছাওয়ালী ভাতকুড়া এম কে এ বি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, মুক্তার ইচ্ছার বিরুদ্ধে তার পিতামাতা ও আত্মীয়রা অপ্রাপ্ত বয়সে একই উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের বাবুল সিকদারের সঙ্গে বুধবার মুক্তার বিয়ে ঠিক করেন। বিয়ে উপলক্ষে বাড়িঘর সাজানো ছাড়াও খাবারের আয়োজন করা হয়। বিয়েতে অমতের কথা মুক্তার বাড়ির লোকজনকে জানালেও বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। পরে নিরুপায় মুক্তা স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত সাদমীনকে বিষয়টি অবহিত করলে ইউএনও মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা মিয়াকে সঙ্গে নিয়ে বিকেলে মুক্তার বাড়িতে যান এবং বিয়ে বন্ধ করে বাল্যবিবাহের কবল থেকে মুক্তাকে রক্ষা করেন। ইউএনও ইসরাত সাদমীন বলেন, যেহেতু মুক্তার বিয়ের বয়স হয় নাই সেজন্য বিয়েটি আইনসিদ্ধ নয়।
×