ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোলাপগঞ্জের সাবেক মেয়রসহ চারজন কারাগারে

প্রকাশিত: ০৬:০০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

গোলাপগঞ্জের সাবেক মেয়রসহ চারজন কারাগারে

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া প্রকল্প তৈরি করে সরকারী টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গোলাপগঞ্জের সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. গোলাম মর্তুজা মজুমদার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হচ্ছেন- গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব যুগেশ্বর চ্যাটার্জি, কার্যসহকারী সাব্বির আহমদ এবং অফিস সহকারী জহিরুল ইসলাম ওরফে বাবলা। উল্লেখ্য, গত বছরের ২১ ডিসেম্বর স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া প্রকল্প তৈরি করে সরকারী টাকা আত্মসাতের অভিযোগে পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার এজাহারে বলা হয়, মেয়র বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর জাল করে ভুয়া প্রকল্প দেখিয়ে গোলাপগঞ্জ পৌরসভার ৬ লাখ ২৯ হাজার ৭শ’ ২২ টাকা আত্মসাত করা হয়েছে। সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু ও অন্য আসামি পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে জাল রেকর্ড সৃজনপূর্বক ভুয়া প্রকল্প দেখিয়ে পৌর তহবিল থেকে ৭ লাখ ২৫ হাজার ৪শ’ ৭৪ টাকা উত্তোলন করেন। আসামিরা কোন কাজ না করেই সমুদয় অর্থ আত্মসাত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
×