ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চার জেলায় তিন যুবকসহ ৫ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

চার জেলায় তিন যুবকসহ ৫ মরদেহ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ জামালপুরে দুই যুবক, সিরাজগঞ্জে স্কুলছাত্রী, জয়পুরহাটে যুবক ও ফরিদপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জামালপুর সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের ধানক্ষেতের পাশ থেকে বৃহস্পতিবার বিকেলে রবিউল ইসলাম মিলন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। দুর্বৃত্তরা তার গলা ও পেট কেটে দুই পা বেঁধে ধান ক্ষেতে ফেলে রেখে যায়। পুলিশ ও এলাকাবাসীর ধারণা মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। জানা গেছে, স্থানীয়রা বৃহস্পতিবার সকালে পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামে ধান ক্ষেতের পাশে কালভার্টের ভেতরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পা বাঁধা এবং গলা ও পেটকাটা অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন লাশটি শনাক্ত করে। নিহত রবিউল ইসলাম মিলন ডোয়াইল ইউনিয়নের হাসরা মাজালিয়া গ্রামের আফজাল শেখের ছেলে। এদিকে সদর থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার পিঙ্গলহাটি গোবিন্দপুরের পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত হতে পারেনি। সিরাজগঞ্জ শহরের দিয়ার ধানগড়া মহল্লায় মেঘলা খাতুন (১৪) নামে সবুজ কানন স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার রাতে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে । মেঘলা জেলার উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মানিক তালুকদারের মেয়ে । সে দিয়ার ধানগড়া মহল্লায় মামার বাড়িতে থাকত। জয়পুরহাট সদর উপজলার কোমরগ্রামে একটি দীঘি থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই দীঘিতে জেলেরা মাছ ধরতে গিয়ে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ফরিদপুর সদরপুরে জলাশয় থেকে আনুমানিক ৩৮ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামের বেইলি সেতু সংলগ্ন আখির কুম থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নয়রশি গ্রামের ভ্যানচালক হেলেন মিয়া ওই সেতু দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় ওই লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে বেলা সাড়ে ১০টার দিকে সদরপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
×