ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

টুকরো খবর

ফেনীতে কোর্টে পুলিশের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২২ ফেব্রুয়ারি ॥ ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে দায়িত্ব পালনকালে পুলিশের কোট সাব-ইনেসপেক্টর দেলওয়ার হোসেন (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার সোনাগাজী কোর্টের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে’র আদালতে এ ঘটনা ঘটে। আদালত চলাকালে আদালত কক্ষে দায়িত্ব পালন করছিলেন দেলওয়ার হোসেন। এ সময় সংজ্ঞাহীন হয়ে পড়ে যান তিনি। তাকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দেলওয়ারের বাড়ি কুমিল্লার বুড়িচং থানা এলাকায়। পাসপোর্ট ও ডলারসহ আটক এক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২২ ফেব্রুয়ারি ॥ ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ভবন থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও বিদেশী ডলার জব্দ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে সুকান্ত সেন নামের জালিয়াত চক্রের এক সদস্যকে ১ মাসের কারাদ- দিয়েছে। তবে এই পাসপোর্ট জলিয়াতির মূল হোতা বিপ্লব কুমার গাঙ্গুলীকে আটক করতে পারেনি। বৃহস্পতিবার ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, জেলা শহরের চাকলাপাড়া গাঙ্গুলী এন্টারপ্রাইজের চারতলা ভবনে অভিযান চালানো হয়। টেকনাফে ৫ বস্তা ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের সাবরাং এলাকায় ১১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সাবরাংয়ে বিজিবি জওয়ানরা এ অভিযান চালায়। জানা গেছে, মিয়ানমার থেকে সাগরপথে একটি ইঞ্জিনচালিত নৌকা বাংলাদেশ সীমানায় প্রবেশ করতে দেখে বিজিবির টহল দল এগিয়ে যায়। এতে নৌকায় থাকা ইয়াবা সিন্ডিকেট সদস্যরা ৫ বস্তা সাগর তীরে ফেলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ১১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। কেশবপুরে স্কাউটস উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২২ ফেব্রুয়ারি ॥ বৃহস্পতিবার সকালে কেশবপুরে ৪র্থ কাব ক্যাম্পুরি ও ৯ম স্কাউটসের চার দিনব্যাপী সমাবেশের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। উপজেলা পাবলিক মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, স্কাউটস আমাদের নিয়মনীতি শেখায়। স্কাউটসরা সুখ দুঃখে একজন আর একজনের সাহায্য করে। আমাদের সেরকম সমাজ গড়ে তুলতে হবে যে সমাজে কোন অনিয়ম, অন্যায়, জঙ্গীবাদ থাকবে না। তোমাদের জ্ঞানভিত্তিক শিক্ষা নিতে হবে। দেশ উন্নয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সামাজিক অবক্ষায় থেকে রক্ষা করতে স্কাউটসের দরকার। বাংলাদেশ তোমাদের উপর নির্ভর করে। তোমাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার ও কেশবপুর স্কাউটসের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আরশাফ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবির হোসেন প্রমুখ। হাসপাতালে এ্যাম্বুলেন্স প্রদান নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ ফেব্রুয়ারি ॥ স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাছিম কর্তৃক বাউফল ৫০ শষ্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রদত্ত এ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি এ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শাহ মোজাহেদুল ইসলাম, নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজম মঈনুল ইসলাম, ডাঃ আবদুর রব, ডাঃ এএসএম সায়েম, ডাঃ আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতলেব হাওলাদার প্রমুখ। কামারজানী মার্চেন্টস স্কুলে হীরকজয়ন্তী নিজস্ব সংবাদদাতা, ২২ ফেব্রুয়ারি, গাইবান্ধা ॥ সদর উপজেলার কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বর্ণাঢ্য হীরক জয়ন্তী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, ফলোক উন্মোচন, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হীরক জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, কামারজানী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জাকির, হীরক জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব উত্তম কুমার দেবগুপ্ত প্রমুখ।
×