ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুল ছেঁড়ার অপবাদে মারপিট

প্রকাশিত: ০৫:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

ফুল ছেঁড়ার অপবাদে মারপিট

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ২১ শে ফেব্রুয়ারির ফুল ছেঁড়ার অপবাদে স্কুলছাত্রকে বেদম মারপিটের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত কিশোরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট সইতপাতা গ্রামের ১০ম শ্রেণী ছাত্র মেহেদি হাসান মুন্না প্রাইভেট শেষে একই গ্রামের আব্দুস সামাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার পুত্র যুবক জাহেরুল বাড়ি থেকে বের হয়ে ফুল চুরির অপবাদ দেয়। এতে অস্বীকার করলে মেহেদি হাসান মুন্না কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করলে ওই বাড়ির মালিক আব্দুস সামাদও এসে কিশোর মুন্নাকে বেদম মারপিট করলে সে অজ্ঞান হয়ে পড়ে। ১৯০ শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২২ ফেব্রুয়ারি ॥ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফেনীর ১৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের খায়রুল আনোয়ার জিমনেশিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রসাশক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী খেলার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ফুটবল, ক্রিকেট সেট, ভলবিলসহ বিভিন্ন ধরনের খেলার সামগ্রী দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ (উপসচিব) দেবময় দেওয়ান, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার।
×