ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় হাট-বাজার টেন্ডারে ব্যাপক অনিয়ম

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

নওগাঁয় হাট-বাজার টেন্ডারে ব্যাপক অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ ফেব্রুয়ারি ॥ সাপাহার উপজেলার বৃহৎ তিনটি হাটের ইজারা প্রদান সংক্রান্ত টেন্ডারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। টেন্ডার বাক্স খোলার নির্ধারিত সময়ের ৫ ঘণ্টা পর রাত ৮টায় বাক্সগুলো খোলা হয়েছে। এই বাড়তি ৫ ঘণ্টার মধ্যে টেন্ডারে ব্যাপক ঘাপলার সুযোগ রয়েছে বলে টেন্ডার ড্রপকারীদের সূত্র দাবি করেছে। অভিযোগ উঠেছে, ওই উপজেলার ইউএনও অন্যত্র বদলির আগ মুহূর্তে হাট-বাজার টেন্ডারে অনৈতিকভাবে অর্থ কামানোর জন্য এমন অনিয়ম করেছেন। জানা গেছে, উপজেলার সাপাহার, মিরাপাড়া দীঘিরহাট ও উমইল হাটের বাংলা নতুন বছরের জন্য ইজারা প্রদানের জন্য টেন্ডার আহ্বান করা হয়। ইউএনওর অফিসে ও নওগাঁ ডিসি অফিসে সিডিউল ড্রপের জন্য বাক্স রাখা হয়। এই বাক্স খোলার নির্ধারিত সময় ছিল গত মঙ্গলবার বিকেল ৩টায়। কিন্তু সেই বাক্স রহস্যজনক কারণে খোলা হয় রাত ৮টার পর। অভিযোগ করা হয়, ওই রাতে টেন্ডার বাক্স খুলে তড়িঘরি করে ইজারা প্রদান করে ইউএনও পারভেজ বসুনিয়ার অন্যত্র বদলির কারণে পরদিন বুধবার বিভিন্ন অফিস ও সংগঠনের কাছ থেকে বিদায় সংবর্ধনা নিয়েছেন। এ বিষয়ে ইউএনও বসুনিয়া সাংবাদিকদের জানান, মঙ্গলবার তিনি নওগাঁ ডিসি অফিসে মিটিংয়ে থাকার কারণে টেন্ডার বাক্স খুলতে বিলম্ব হয়েছে। এখানে কোন অনিয়ম হয়নি বলে দাবি করেন তিনি।
×