ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষি খাতে ঋণ বিতরণের সঙ্গে বেড়েছে খেলাপীও

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

কৃষি খাতে ঋণ বিতরণের সঙ্গে বেড়েছে খেলাপীও

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষিখাতে ঋণ বিতরণের পরিমাণ বাড়লেও খেলাপী ঋণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকগুলোর কাছে। গত ডিসেম্বর পর্যন্ত খেলাপী ঋণের পরিমাণ ৫ হাজার ২২২ কোটি টাকা। এর ৯০ ভাগই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০১৭-১৮) কৃষি ও পল্লীখাতে মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ২০ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) ব্যাংকগুলো বিতরণ করেছে ১২ হাজার ৭০২ কোটি ১৭ লাখ টাকা। যা পুরো অর্থবছরে বিতরণ লক্ষ্যমাত্রার ৬২ দশমিক ২৭ শতাংশ। তবে ঋণ বিতরণের সঙ্গে এ খাতে বেড়েছে খেলাপীর পরিমাণও। গত ডিসেম্বর পর্যন্ত খেলাপীর পরিমাণ ৫ হাজার কোটি ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সকল বাণিজ্যিক ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ২ দশমিক ৫ শতাংশ ঋণ বিতরণ করতে হবে পল্লী অঞ্চলে। অর্থ সরবরাহের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতেই এ নির্দেশনা জারি করা হয়। ২০০৯ সাল থেকে বাংলাদেশ ব্যাংক এ নিয়ম চালু করে। বিগত অর্থবছরে (২০১৬-১৭) এ খাতে ঋণ বিতরণ হয় প্রায় ১৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত কৃষি ঋণে মোট খেলাপীর পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ২২২ কোটি টাকা। যার প্রায় ৯০ ভাগই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর। এসব ব্যাংকের খেলাপী ঋণ ৫ হাজার ৬১ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ২০২ কোটি টাকা কৃষি ব্যাংকে। আর দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৫০৪ কোটি টাকা সোনালী ব্যাংকে। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে খেলাপীর পরিমাণ দাঁড়িয়েছে ৮৩৫ কোটি টাকা।
×