ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্লোবাল কটন সামিট শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

গ্লোবাল কটন সামিট শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুক্রবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে টেক্সটাইল ও তুলা খাতের সর্ববৃহৎ প্রদর্শনী ‘গ্লোবাল কটন সামিট। বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও বাংলাদেশ কটন এ্যাসোসিয়েশনের (বিসিএ) যৌথ আয়োজনে এ সামিট অনুষ্ঠিত হবে। এ নিয়ে বাংলাদেশে তৃতীয়বারের মতো সামিটটি আয়োজন করা হচ্ছে। রাজধানীর হোটেল র‌্যাডিসনে দুই দিনব্যাপী গ্লোবাল কটন সামিটের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার আয়োজক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে স্পিনিং মিলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও তুলা কেনাবেচায় জড়িত কর্মকর্তারা এ সামিটে অংশগ্রহণ করবেন। এ ছাড়া দেশী-বিদেশী ব্যবসায়ী, শিপিং এজেন্ট ও মার্চেন্টরাও এতে যোগ দেবেন। বাংলাদেশ, ভারত, সুদান, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, মালি, বুরকিনা ফাসো, চাদ, তুরস্ক, ইরান ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের উল্লেখযোগ্যসংখ্যক প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। আয়োজক সংগঠনগুলো জানিয়েছে, বাংলাদেশের স্পিনিং ক্ষমতা ভবিষ্যতে আরও বাড়বে। ফলে আগামীতে অতিরিক্ত ১৫ লাখ বেল তুলার প্রয়োজন হবে। গ্লোবাল কটন সামিট এ লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে। লৌহজংয়ে ঋণ বিতরণ একটি বাড়ি একটি খামার প্রকল্প স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ “শেখ হাসিনার উপহার, একটি বাড়ি একটি খামার, বদলাবে দিন তোমার আমার” শ্লোগানকে সামনে রেখে উপকারভোগীদের মাঝে ঋণের অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এ ঋণের অর্থ বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। তিনি ৪০ জন উপকারভোগীকে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা ঋণ বিতরণ করেন। প্রধান অতিথি এমিলি বলেন, এই প্রকল্পের মাধ্যমে ঋণের অভিশাপ থেকে ঋণগ্রহীতাদের মুক্তি দেবার একটি পথ। দরিদ্র জনগোষ্ঠী এই প্রকল্পের মাধ্যমে নানাভার উপকারভোগ করছেন।
×