ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউনিক হোটেলের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ

প্রকাশিত: ০৫:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

ইউনিক হোটেলের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্টের চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০১৭) আয় বা বিক্রয় বেড়েছে ৩১ শতাংশ। যার উপর ভিত্তি করে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৬ শতাংশ। কোম্পানির প্রথমার্ধের বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, চলতি বছরের ৬ মাসে কোম্পানিটির আয় বা পণ্য বিক্রয় হয়েছে ১১০ কোটি ৯৮ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একই সময়ে ছিল ৮৪ কোটি ৮৬ লাখ টাকা। এ হিসাবে আয় বেড়েছে ২৬ কোটি ১২ লাখ টাকার বা ৩১ শতাংশ। আগের বছরের ৬ মাসে বিক্রয়ের জন্য প্রত্যক্ষ বা উৎপাদন ব্যয় হয়েছিল ১৯ কোটি ৭৮ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ২৩ শতাংশ। যাতে মোট মুনাফা হয়েছিল ৬৫ কোটি ৭ লাখ টাকা। আর এ বছরের প্রথম ৬ মাসে বিক্রয়ের বিপরীতে ২১ শতাংশ হারে ব্যয় হয়েছে ২৩ কোটি ৬৩ লাখ টাকা। যাতে মোট মুনাফা হয়েছে ৮৭ কোটি ৩৫ লাখ টাকা। এ হিসাবে মোট মুনাফা বেড়েছে ২২ কোটি ২৮ লাখ টাকার বা ৩৪ শতাংশ। এদিকে কোম্পানিটির বিক্রয়ের সঙ্গে পরিচালন ব্যয় বেড়েছে। এছাড়া এর আগে সুদজনিত আয় হলেও এ বছরের ৬ মাসে ব্যয় হয়েছে। কোম্পানিটির আগের বছরের ২২ কোটি ২৭ লাখ টাকার পরিচালন ব্যয় এ বছরে বেড়ে হয়েছে ২৫ কোটি ৫৭ লাখ টাকা। আর আগের বছরের ৬ মাসে সুদজনিত ৩ কোটি ৫৭ লাখ টাকা আয় হলেও এ বছরে ব্যয় হয়েছে ২ কোটি ১০ লাখ টাকা। কোম্পানিটির প্রথম ৬ মাসে বিক্রয় থেকে উৎপাদন ব্যয়, পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি শেষে নিট মুনাফা হয়েছে ৩৫ কোটি ৪৯ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১.২১ টাকায়। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ২৮ কোটি ৯ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.৯১ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ৭ কোটি ৪০ লাখ টাকা বা ২৬ শতাংশ। ২৯৪ কোটি ৪০ টাকার পরিশোধিত মূলধনের ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্টে ২ হাজার ৫৯১ কোটি ৪৭ লাখ টাকার নিট সম্পদ রয়েছে। যা শেয়ারপ্রতি হিসাবে ৮৮.০৩ টাকা। এ বিষয়ে ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্টের সচিব শরিফ হাসান বলেন, ২০১৬-১৭ অর্থবছরের পহেলা জুলাই রাজধানীর গুলশানের ৭৯ নম্বর রোডের হলি আর্টিজান বেকারি ও রেস্তরাঁয় সন্ত্রাসী হামলার কারণে বিদেশীদের আনাগোনায় ভাটা পড়ে। ফলে দেশের উন্নতমানের হোটেল এ্যান্ড রিসোর্টের ব্যবসায় ব্যাপক মন্দা নামে। এ কারণে সেই সময় আমাদের হোটেল ব্যবসার আয় কমে যায়। কিন্তু চলতি বছরে সেই পরিস্থিতি কাটিয়ে দেশে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। যাতে দেশের হোটেল ব্যবসায় আবারও চাঙ্গা ভাব ফিরে এসেছে। ফলে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বিক্রয় ও মুনাফায় উন্নতি হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৬২.৩০ টাকায়।
×