ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবৈধভাবে পানির ব্যবসা, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

অবৈধভাবে পানির ব্যবসা, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে পানির ব্যবসা পরিচালনা করায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর সঙ্গে জড়িত ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও দুই হাজার পানির জার ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর র‌্যাব হেড কোর্য়ার্টার ও বিএসটিআই যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ অর্থ জরিমানা ও সাজা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি জানান, অভিযানে যাত্রাবাড়ীর ধলপুরের সেফ ড্রিংকিং ওয়াটার, দক্ষিণ যাত্রাবাড়ী ইউনিক ড্রিংকিং ওয়াটার, সায়েদাবাদ রেল গেটের বিক্রমপুর ড্রিংকিং ওয়াটার, দক্ষিণ যাত্রাবাড়ীর আল হুমাইন ড্রিংকিং ওয়াটার ও একই এলাকার কাজলা রোডের রিদম ড্রিংকিং ওয়াটারের বিএসটিআইর অনুমোদন না থাকায় অপরিশোধিত পানির ব্যবসা করে আসছিল।
×