ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগ্নেয়াস্ত্র ইস্যুতে এবার সরব হলেন গ্যাবি গিফোর্ড

প্রকাশিত: ০৫:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

আগ্নেয়াস্ত্র ইস্যুতে এবার সরব হলেন গ্যাবি গিফোর্ড

ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে চালানো বন্দুক হামলায় ১৭ শিক্ষার্থী নিহত হওয়ার এক সপ্তাহ পরও ফ্লোরিডার গবর্নর রিকি স্কটের অস্ত্র সহিংসতার বিষয়ে নিস্ক্রিয়তা ও এনআরএর সঙ্গে বন্ধনের কারণে তার সমালোচানা করেছেন সাবেক কংগ্রেসম্যান ও বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া গ্যাবি গিফোর্ডস। এবিসি নিউজ। গিফোর্ডস মঙ্গলবার গবর্নর রিকিরি বিরুদ্ধে একটি বিঙ্গাপন সম্প্রচার শুরু করেছেন। স্কটকে লক্ষ্য করে বাণিজ্যিকভাবে যে সময়ে এটি সম্প্রচার করা হবে তার জন্য ১ লাখ ডলার খরচ হবে। ফ্লোরিডা হামলায় ক্ষতির শিকার ব্যক্তিদের জাগিয়ে তুলতে ৩০ সেকেন্ডের ভিডিওটি চালু করা হয়। নাম দেয়া হয়েছে ‘ওরলান্ডো, ফোর্ট লাউডারডেল, পার্কল্যান্ড’। তিনটি গণ বন্দুক হামলার সঙ্গে সঙ্গতি রেখে এই নাম দেয়া হয়েছে। হামলা তিনটি হচ্ছে ২০১৬ সালের অরলান্ডোর পালস নাইট ক্লাবে হামলা, ২০১৭ সালের ফোর্ট লাইড্রেল-হলিউড এয়ারপোর্টে হামলা ও গত সপ্তায় ফ্লোরিডার পার্কল্যান্ডের মারজরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে হামলা।
×