ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিপাবলিকানদের বার্ষিক সম্মেলনে কোণঠাসা হতে পারেন ট্রাম্প

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

রিপাবলিকানদের বার্ষিক সম্মেলনে কোণঠাসা হতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করার তেরো মাস পর শুক্রবার কনজারভেটিভÑপলিটিক্যাল এ্যাকশন কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। ওয়াশিংটনে সিপিএসির এই সম্মেলন বুধবার শুরু হয়েছে। ট্রাম্প ও রিপাবলিকান দলের নানাবিধ কর্মকা- এবং সর্বশেষ ফ্লোরিডার স্টোন হাউস স্কুলে গুলি বর্ষণের ঘটনায় দেশব্যাপী যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ম্যারিল্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার রিপাবলিকান কর্মী সমর্থক এই দলের নেতৃস্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও অন্যান্য রাজনীতিবিদ সমবেত হন। গত বৃহস্পতিবার ইভানজেলিকান ধর্মীয় রক্ষণশীলদের পক্ষে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হোয়াইট হাউস উপদেষ্টা ডন ম্যাকগান এই সম্মেলনে বক্তৃতা করেন। এএফপি। তবে সম্মেলনে ফ্রান্সের অতি ডানপন্থী ও অভিবাসী বিরোধী নেত্রী মেরি লি পেনকে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। লি পেন গত প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পরাজিত হন। এছাড়াও তিনি ন্যাটো জোট বিরোধী এবং রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের একজন সমর্থক হিসেবে মার্কিনী জনগণের কাছে তার একটি বিরূপ ভাবমূর্তি গড়ে উঠেছে।
×