ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অক্সফামের কেলেঙ্কারি ফাঁস, বাদ পড়ছে না সেভ দ্য চিলড্রেনও

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

অক্সফামের কেলেঙ্কারি ফাঁস, বাদ পড়ছে না সেভ দ্য চিলড্রেনও

হাইতিতে ২০১০ সালের ভূমিকম্প পরবর্তী ত্রাণ কার্য চলাকালে দাতব্য সংস্থা অক্সফামের দায়িত্বশীল কর্মকর্তাগণ যৌনকর্মীদের সঙ্গে যে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন, তা নিয়ে তদন্ত করতে গিয়ে নতুন করে আরও ২৬টি যৌনাচারের ঘটনা প্রকাশ হয়ে পড়েছে। সংস্থার পক্ষ থেকে এর প্রধান নির্বাহী মার্ক গোল্ড রিং লন্ডনে গত মঙ্গলবার পার্লামেন্টারি কমিটিকে বিষয়টি অবহিত করেন। এএফপি। গোল্ড রিং বলেন, ঘটনাগুলোর ব্যাপকতা এত বেশি যে তা অবাক করার বিষয়। এগুলো বর্তমান সময়ের গ-ি থেকে নয় বরং বলা যায় ঐতিহাসিকভাবে অনেক আগে থেকে তা চলে আসছে কিন্তু ভুক্তভোগী মানুষ বা যৌন নির্যাতিতরা এ নিয়ে কখনও মুখ খোলেনি বা অভিযোগ করেনি। গোল্ড রিং-এর মতে নতুন ২৬টি ঘটনার ১৬টিই আন্তর্জাতিক ত্রাণ তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট। বিভিন্ন দেশের নানাবিধ প্রাকৃতিক বিপর্যয়ে যারা ত্রাণ সাহায্য নিয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতেন তাদের মধ্যে অনেকের চরিত্র হাইতির কান্ট্রি ডিরেক্টর রোলান্ড ভ্যান হাউয়ের। মেরিনের চেয়ে উন্নত চরিত্রের ছিল না, যারা ভূমিকম্পে আটকা পরা বা নিহত মানুষদের মাটির নিচে রেখে উপরে জীবিতদের নিয়ে যৌনাচারে মেতে ওঠে। অনেক ত্রাণ ও দাতব্য সংস্থার অতীত কর্মকা- জনসম্মুখে ওঠে আসছে। এর মধ্যে সেভ দ্য চিলড্রেনের নামও আছে। তদন্তের অংশ হিসেবে এই সংস্থার প্রধান নির্বাহী কেভিন ওয়াটকিনসকে তার সংস্থায় যৌন হয়রানি বা নির্যাতনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী ১৯৩টি ঘটনার কথা জানা গেছে, যার মধ্যে ৫৩টির পূর্ণাঙ্গ তদন্ত চলছে, ২০টি পুলিশী সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে এবং ১১ জন কর্মচারী বা স্টাফকে বরখাস্ত করা হয়েছে। সেভ দ্য চিলড্রেন সংস্থার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সম্পর্কে বিবিসি জানিয়েছে যে, এই কর্মকর্তা তার অফিসে কর্মরত নারী সহকর্মীদের সঙ্গে অসদারণের অন্তত তিনটি অভিযোগ মাথায় নিয়ে সংস্থা থেকে বিদায় নেন। কিন্তু এসব চরিত্রহীন লোকগুলো কেবল বিদায় নিলেই সমস্যার সমাধান হয় না বরং তা আরও ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক বিভিন্ন ত্রাণ ও সাহায্য সংস্থা দুর্নামের ভয়ে তাদের অভ্যন্তরীণ কেলেঙ্কারি জনসম্মুখে প্রকাশ করেনা, যার সুযোগ গ্রহণ করে এসব অসৎ চরিত্রের লোক অন্য কোন সংস্থায় তাদের অভিজ্ঞতার সার্টিফিকেট দেখিয়ে আরও বড় কোন পদ নিয়ে তাদের অপকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ পায়।
×