ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে এক নারীকে শ্বাসরোধে হত্যা, গৃহকর্মীর আত্মহত্যা

প্রকাশিত: ০৫:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীতে এক নারীকে শ্বাসরোধে হত্যা, গৃহকর্মীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দারুস সালামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। উত্তরায় এক কিশোরী গৃহকর্মী আতœহত্যা করেছে। রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক গ্যারেজ মালিক নিহত হয়েছেন। হাজারীবাগে মোটরচালিত অটোরিক্সার চাকার নিচে পড়ে এক শিশু গুরুতর আহত হয়েছে। এদিকে পুরানো ঢাকার ওয়ারীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে এক অটোরিক্সা চালক দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর দারুস সালামে অজ্ঞাত (২৮) এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে হিমাগারে রাখা হয়েছে। পুলিশ জানায়, ওই নারীকে শ্বাসরোধ হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, বৃহস্পতিবার সকালে গুদারটেক এলাকায় একটি টিনশেড বাড়ির এক রুমের তালা ভেঙ্গে খাটের ওপর থেকে ওই নারী গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের প্রতিবেশীদের বরাত দিয়ে এসআই জানান, ৫ থেকে ৬ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে টিনশেড ঘরটি ভাড়া নেন তারা। ঘর মালিককে পুলিশ আটকের চেষ্টা করছে। আতœহত্যা ॥ রাজধানীর উত্তরায় শানু (১৫) নামের এক কিশোরী গৃহকর্মী আতœহত্যা করেছে। নিহতের বাবার নাম মৃত নূরুল হক। গ্রামের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়। এ দিকে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত গৃহকর্তার আত্মীয় শফিকুজ্জামান জানান, শানু দুই বছর ধরে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি বাসার আটতলায় আসাদুজ্জামানের বাসায় কাজ করত। তিনি জানান, বুধবার রাতে মোবাইলে খুব উচ্চস্বরে গ্রামে তার মায়ের সঙ্গে কথা বলছিল শানু। কিছুক্ষণ পর সে তার (স্টোর রুম) রুমে চলে যায়। পরে বাসার লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে ডাকতে যায়। এ সময় গলায় ফাঁস দেয়া অবস্থায় শানুকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত দেখে। পরে তাকে উদ্ধার করে উত্তরার একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির (এসআই) বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরে দুপুরে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সড়ক দুর্ঘটনায় একজন নিহত ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্বপন খান (৫০) নামে এক গ্যারেজ মালিক নিহত হয়েছেন। তার কাজলা এলাকায় সিএনজিচালিত আটোরিক্সার একটি গ্যারেজ রয়েছে। তার বাবার নাম আবুল খান। গ্রামের বাড়ি যাত্রাবাড়ীর কাজলা এলাকায়। তিন সন্তানের জনক ছিলেন। ডেমরা ডিভিশনের ট্রাফিক পুলিশের কনস্টেবল মিলন জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রায়েরবাগ মেইন রোডে একটি গাড়ি স্বপনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গভীররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার ঢামেকের মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাজারীবাগে মোটরচালিত অটোরিক্সার চাকার নিচে পড়ে মাইশা আক্তার নামে ৬ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির হাত ও গলার নিচে জখম রয়েছে। শিশুটির স্বজন মোঃ জুয়েল বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকায় মাইশা আক্তার বাসার গেটের সামনে রাস্তায় দাঁড়িয়েছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে যায়। এ সময় অটোরিক্সাটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে গিয়ে শিশুটির বুকের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা অটোরিক্সা চালককে আটক করেন। ট্রান্সফরমার বিস্ফোরণে একজন দগ্ধ ॥ পুরানো ঢাকার টিপু সুলতান রোডে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ হয়ে মোঃ রমজান (২৫) নামে এক অটোরিক্সা চালক দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের অধিকাংশ অংশই দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ রমজান ডেমরার বটতলা এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন অটোচালক। ওয়ারী থানার উপ-পরিদর্শক শাহ্আলম জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ওয়ারীর টিপু সুলতান রোডের পানির পাম্পের সামনে সংরক্ষিত এলাকায় বিস্ফোরণের শব্দ হয়। পরে জানা যায়, বৈদুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মোঃ রমজান নামে এক তরুণ দগ্ধ হয়ে পড়ে আছে। তাকে উদ্ধার করে রাত দেড়টার দিকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
×