ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

উবাচ

জাতীয় পার্টিতে আসতে চায়! স্টাফ রিপোর্টার ॥ এখন ছাত্ররাজনীতি পেরিয়ে রাজনীতিবিদ হয়ে উঠেছেন এমন গল্প বলার মানুষ কমে আসছে। রাজনৈতিক দলগুলোও আর কষ্ট করতে চায় না। ব্যবসায়ী বা সাবেক পদস্থ সরকারী চাকুরেদের দখলে চলে যাচ্ছে রাজনীতির ময়দান। এখন সবাই চায় শর্টকাট উপায়ে সংসদ ভবনে জায়গা পেতে। বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার কারাদ-ের পর জাতীয় পার্টি প্রধান এইচএম এরশাদ বলেছেন বিএনপির একটি বড় অংশ জাতীয় পার্টিতে ভিড়তে চাইছে। আর তাদের দলে নিতেও তার কোন আপত্তি নেই বলে জানিয়েছেন এরশাদ। তবে বিএনপির কারা কারা জাতীয় পার্টিতে যোগ দিতে চাইছে সে বিষয়ে সরাসরি কিছু না বলে এরশাদ বলেছেন সময়ে সব জানতে পারবেন। তিনি বলেন, কেউ যদি ইচ্ছে করে আমার জাতীয় পার্টিতে যোগ দিতে চায় তাহলে তাদের নেব না কেন? তারা যদি ভাল নেতা হয়, যোগ্য প্রার্থী হয় তাদের অবশ্যই দলে নেব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের মনোনয়ন দেব। খালেদা জিয়ার রায়ের পর বিএনপির ভবিষ্যত নিয়ে অনেকে শঙ্কিত। জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা নিয়ে হৈ চৈ’ করে লাভ নেই বলেও মন্তব্য করেন এরশাদ। তিনি বলেন, রাজনীতি করলে কারাগারে যেতে হয়, এটি রাজনীতির ধারা। আমিও কারাগারে গিয়েছিলাম। দুর্নীতির মামলায় বিএনপি নেত্রীর বিচার হয়েছে, রায় দিয়েছেন বিচারক। বিএনপি নেত্রী খালেদা জিয়া কারাগারে গেছেন। এ নিয়ে এত বাড়াবাড়ি, এত হৈ চৈ করে কী লাভ? নেত্রীর মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত তারা ধ্বংসাত্মক কর্মসূচী দেয়নি। এটা রাজনীতির জন্য ভাল দিক। বেসামাল রিজভী স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়ের পর দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিছুটা বেসামাল হয়ে পড়েছেন। জিয়া এতিমখানা ট্রাস্ট মামলার রায়ের উদ্ধৃতিতে খালেদা জিয়ার জবানবন্দী বিকৃত করা হয়েছে অভিযোগ তুলে তার জন্য বিচারককে প্রতারক আখ্যায়িত করেছে বিএনপি। রায় নিয়ে সংবাদ সম্মেলন করতে এসে তিনি বিরূপ মন্তব্য করছেন। এগুলো কি আইনের প্রতি আদালতের প্রতি প্রতিহিংসামূলক আচরণ বা আদালত অবমাননা নয়? বিচারক তার শিক্ষা ও পেশার সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য করে রিজভী বলেন, বিচারক ড. আখতারুজ্জামান জুডিসিয়াল ফ্রড, বিচারিক প্রতারণা করেছেন। এভাবে প্রকাশ্যে একজন বিচারককে ফ্রড বলাটা শোভনও নয়। রিজভী বলেন, জবানবন্দীতে বেগম জিয়া এক জায়গায় বলেছিলেন, নির্বিচারে গুলি করে প্রতিবাদী মানুষদের হত্যা করা হচ্ছে, ছাত্র ও শিক্ষকদের হত্যা করা হচ্ছে। এগুলো কি ক্ষমতার অপব্যবহার নয়? অপব্যবহার আমি করেছি? উনি প্রশ্ন করছেন বিক্ষুব্ধ হয়ে। এটাকে বিচারক (রায়ে) বলেছেন যে, আসামি বেগম খালেদা জিয়া ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারার বিধানমতে আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দেয়ার সময়ে নিজ জবানিতে স্বীকার করেছেন যে, তিনি অপরাধ করেছেন। কীভাবে বিকৃত করে বিচারক রায় দিয়েছেন। প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়ে উনি (বিচারক) দাড়ি দিয়ে দিয়েছেন। রিজভী আরও বলেন, ন্যায় বিচারকে পদদলিত করে বিচারক ড. আখতারুজ্জামান যে কুৎসিত দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাতে তিনি ইতিহাসে কলঙ্কিত ব্যক্তি হয়ে থাকবেন। শেখ হাসিনার জমানায় ইনসাফ যে এখন পালিয়ে বেড়াচ্ছে তা এই ড. আখতারুজ্জামানদের মতো বিচারকদের কারণে। ক্ষমতায় কুলোয় না স্টাফ রিপোর্টার ॥ দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহিংস আন্দোলনের পথে পা বাড়ায়নি। ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে টানা ৯২ দিন দলটি দেশে সহিংসতা চালিয়ে ১৩৪ জনকে পুড়িয়ে মেরেছিল, অসংখ্য মানুষ আহত হয়। এসব মানুষের আত্মচিৎকারে সাধারণ মানুষ বিএনপিকে নতুন করে চিনেছে। এতে দলটির জনপ্রিয়তায় বড় রকমের ধাক্কা লেগেছে। খালেদা জিয়ার রায়ের আগেও সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা ছিল হয়ত বিএনপি আবার সহিংসতার পথে পা বাড়াবে। কিন্তু বিএনপি আর সেই ভুল করেনি। বরং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাধারণ কর্মীদের আহ্বান জানিয়ে বলেছেন কেউ ইসকানি দিলেও যেন আর ওই পথে না হাটে বিএনপি। এ আহ্বানের পর ওবায়দুল কাদের বলেছেন, উসকানি ছাড়াই বিএনপি নাশকতা চালিয়ে থাকে, এখন পারছে না সক্ষমতা নেই বলে। খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের সম্প্রতি বলেছিলেন, বিএনপির সামর্থ্য নেই বলে জোরাল আন্দোলন করতে পারছে না। তার প্রতিক্রিয়ায় রবিবার ফখরুল বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংঘাতের উসকানি দিচ্ছেন। তার প্রতিক্রিয়ায় কাদের বলেন, উস্কে দেয়ার প্রয়োজন নেই, নিজেরা সুযোগ পেলেই করে এবং পারে না বলে অক্ষমতার অজুহাত দিয়ে তো লাভ নেই।
×