ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবিতে ৪০তম ব্যাচের র‍্যাগ উৎসব

প্রকাশিত: ০০:৫১, ২২ ফেব্রুয়ারি ২০১৮

জাবিতে ৪০তম ব্যাচের র‍্যাগ উৎসব

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪০তম ব্যাচের র্যাগ উৎসব (শিক্ষা সমাপনী অনুষ্ঠান) উদযাপন উপলক্ষ্যে ‘র্যাগ ৪০’ এর রাজা রানী নির্বাচন করা হবে শুক্রবার। রাজা রানী নির্বাচনের লক্ষ্যে ২৩ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জাকসু ভবনে ভোট অনুষ্ঠিত হবে। ৪০তম ব্যাচের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে র্যাগের রাজা ও রানী নির্বাচন করবেন। তিন জন নির্বাচন কমিশনার এই নির্বাচনের সার্বিক বিষয় পরিচালনা করবেন। নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নির্বাচন কমিশনারগণ। ‘র্যাগ ৪০’ এর রাজা রানী নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়াল ছেয়ে গেছে রাজা রানীর পোস্টারে, ব্যানারে। নানা অভিনব কায়দায় ভোট বাড়াতে ব্যস্ত প্রার্থীরা। ‘র্যাগ ৪০’ এর রাজা হউয়ার জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন ফার্মেসি বিভাগের ছাত্র এএসএম মাহবুবুল আলম ও লোক প্রশাসন বিভাগের ছাত্র মো. ইমরান হোসাইন। অপরদিকে রানী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্রী যারীন তাসনিম এবং রসায়ন বিভাগের ছাত্রী কাজী সায়মা বানু।
×