ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্যারাডাইস পেপারস॥ তদন্ত দাবি বিভিন্ন মহলে

প্রকাশিত: ০৮:২০, ২২ ফেব্রুয়ারি ২০১৮

প্যারাডাইস পেপারস॥ তদন্ত দাবি বিভিন্ন মহলে

বিডিনিউজ।। করস্বর্গ হিসেবে পরিচিত দেশগুলোতে গোপনে টাকা লগ্নিকারী হিসেবে প্যারাডাইস পেপার্সে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। একই কারণে নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব থেকে সরে যেতে হলে বাংলাদেশে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না সেই প্রশ্ন উঠছে। এর মধ্যে সম্প্রতি প্যারাডাইস পেপার্সে ইউরোপের দেশ মাল্টায় বিনিয়োগকারী হিসেবে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরসহ দেড় ডজন বাংলাদেশীর নাম আসায় এই দাবি আরও জোরালো হয়েছে, কথা বলছেন সরকারের মন্ত্রীরাও। অর্থপাচারের তদন্তের দাবি জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন দুদিন আগে সংসদে বলেন, অর্থপাচার, ঋণ জালিয়াতির তদন্ত আশাকরি করা হবে, দোষীদের আইনের আওতায় আনা হবে। পাকিস্তান পানামা পেপারস নিয়ে তদন্ত করতে পারলে আমরা পারছি না। গোপনে বিদেশে টাকা বিনিয়োগকারীদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক ডেপুটি গবর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি বুধবার বলেন, এখানে যাদের নাম এসেছে, তাদের বিষয়গুলো দেখার কাজ দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (এফআইইউ)। তারা কী করছে সেটা আমরা বাইরে থেকে তো কিছু বলতে পারছি না। তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি করেছেন দুর্নীতির বিরুদ্ধে প্রচারণাকারী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানও। দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তার নেতৃত্বে এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানা গেলেও সংস্থাটির প্রধান বলেছেন, এক্ষেত্রে আইনী সীমাবদ্ধতা রয়েছে তাদের।
×