ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পিএসএল টি২০ লীগ

সাকিবের পরিবর্তে সাব্বির

প্রকাশিত: ০৫:৩৯, ২২ ফেব্রুয়ারি ২০১৮

সাকিবের পরিবর্তে সাব্বির

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান সুপার লীগ (পিএসএল) খেলতে মঙ্গলবার রাতে মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ সংযুক্ত আরব আমিরাত গেলেন। এরই মধ্যে তারা দুইজন দুবাইয়ে পৌঁছে গেছেন। ভিসা জটিলতা রয়েছে তামিম ইকবালের। জটিলতা দূর হলেই দুবাইয়ে উড়াল দেবেন তামিম। তবে সাব্বির রহমান রুম্মনের জন্য আছে সুখবর। তিনিও পিএসএলে খেলবেন। সাকিব আল হাসানের পরিবর্তে খেলবেন সাব্বির। সাকিবের বিকল্প হিসেবে সাব্বিরকে দলে টানে পেশোয়ার জালমি। তাতেই বোঝা যাচ্ছে, লীগে সাকিবের আর খেলা হবে না। লীগের বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির হয়ে খেলবেন সাব্বির। একই দলে আছেন তামিম। মুস্তাফিজ লাহোর কালান্দার্সের হয়ে আর কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন মাহমুদুল্লাহ। এ চার ক্রিকেটার অবশ্য চার ম্যাচের বেশি খেলতে পারবেন না। পিএসএল আজ থেকেই শুরু হচ্ছে। ফাইনাল ম্যাচ দিয়ে লীগ শেষ হবে ২৫ মার্চ। এবার পিএসএলে একটি দল বেড়েছে। আগের ৫টি দল- পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, লাহোর কালান্দার্স, করাচী কিংস ও ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে যোগ হয়েছে মুলতান সুলতানস। লীগের ম্যাচগুলো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে। এর মধ্যে বাংলাদেশের সফর রয়েছে। শ্রীলঙ্কায় খেলতে যাবে বাংলাদেশ। ৬ থেকে ১৮ মার্চ শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস টি২০ ট্রফি রয়েছে। সেখানে খেলতে যেতে হবে। ট্রফিতে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত রয়েছে। ৬ মার্চের আগেই পিএসএল খেলতে যাওয়া ক্রিকেটারদের দলের সঙ্গে যোগ দিতে হবে। তবে তামিম, মুস্তাফিজ ও মাহমুদুল্লাহ যে দলে থাকবেন, তাদের এসে পড়তে হবে; তা নিশ্চিত। কিন্তু সাব্বির যদি টি২০ দলে না থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই তিনি পিএসএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে থাকবেন। আর দলে থাকলে তাকেও যথাসময়ে ফিরে আসতে হবে। সেই আশা অবশ্যই দল ২ অথবা ৩ মার্চ যে শ্রীলঙ্কার উদ্দেশে বিমানে চড়বে, দলের সঙ্গেই তাদেরও যেতে হবে। এমনও হতে পারে, তারা সংযুক্ত আরব আমিরাত থেকেই শ্রীলঙ্কা চলে যাবেন। কারণ টি২০ খেলাই হবে। নিদাহাস ট্রফি শুরুর আগে যত বেশি ম্যাচ খেলা যাবে, ততই প্রস্তুত হওয়া যাবে। পেশোয়ার জালমিতে তামিম ও সাব্বির ৬ মার্চের আগ পর্যন্ত চার ম্যাচ খেলতে পারবেন। আজ উদ্বোধনী ম্যাচসহ ২৪ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি, ১ মার্চ ও ৩ মার্চ তামিম, সাব্বিরের দলের ম্যাচ রয়েছে। একইভাবে মুস্তাফিজের দল লাহোর কালান্দার্সের খেলা রয়েছে শুক্রবার, শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২ মার্চ। মাহমুদুল্লাহর দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের খেলা আছে শুক্রবার, শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ ও ৩ মার্চ। মাহমুদুল্লাহর দলেরই ৩ মার্চ পর্যন্ত বেশি খেলা রয়েছে। যদি ২ মার্চ পর্যন্ত ক্রিকেটাররা খেলার সুযোগ পান তাহলে তামিম, সাব্বির তিনটি ম্যাচ খেলতে পারবেন। মুস্তাফিজ ও মাহমুদুল্লাহ চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন।
×