ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ

প্রকাশিত: ০৫:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০১৮

মাদারীপুরে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ

স্পোর্টস রিপোর্টার ॥ মাদারীপুরে মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ কার্যক্রম। এখান থেকে নিজেদের তৈরি করে জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখছেন প্রশিক্ষণার্থীরা। অন্যদিকে আয়োজকদের বিশ্বাসÑ এই কর্মসূচী অবদান রাখবে জাতীয় পর্যায়ের হ্যান্ডবলে। হ্যান্ডবলে মাদারীপুরের সুনাম বেশ পুরনো। জেলাটির দখলে আছে পাঁচটি জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা। এছাড়াও বেক্সিমকো কাপ ও আন্তঃবিভাগ চ্যাম্পিয়নশিপেও বেশ সুনাম আছে মাদারীপুরের। সেটা ধরে রাখতেই স্কুল পর্যায়ে শুরু করা হয়েছে প্রশিক্ষণ কর্মসূচী। মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী নিয়ে এই প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে গত ১২ জানুয়ারি থেকে। যেখানে নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিয়ে ভাল খেলোয়াড় হওয়ার প্রত্যয় প্রশিক্ষণার্থীদের কণ্ঠে। ছেলেদের পাশাপাশি নারী হ্যান্ডবল খেলোয়াড়রাও অংশ নিয়েছেন এই প্রশিক্ষণ কর্মসূচীতে। আয়োজকদের বিশ্বাস অংশগ্রহণকারীরা ঠিকভাবে নিজেদের প্রস্তুত করতে পারলে তা জাতীয় পর্যায়ের হ্যান্ডবলে রাখবে বিশেষ ভূমিকা। আগামী ১২ মার্চ শেষ হবে এই প্রশিক্ষণ কর্মসূচী। পরে ভাল করা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে সনদ।
×