ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেসিকটাসের বিপক্ষে মুলার-লেভানডোস্কির জোড়া গোল

শেষ আটের পথে বেয়ার্ন মিউনিখ

প্রকাশিত: ০৫:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০১৮

শেষ আটের পথে বেয়ার্ন মিউনিখ

স্পোর্টস রিপোর্টার ॥ তুরস্কের ক্লাব বেসিকটাসকে নিয়ে ছেলেখেলা করে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের পথে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে বেয়ার্ন ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বেসিকটাসকে। বাভারিয়ানদের হয়ে দুটি করে গোল করেন দুই তারকা টমাস মুলার ও রবার্ট লেভানডোস্কি। একটি গোল করেন কিংসলে কোম্যান। এ্যালিয়েঞ্জ এ্যারানায় ম্যাচের ১৬ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় বেসিকটাস। এরপরও ৪২ মিনিট পর্যন্ত স্বাগতিকদের আটকে রাখে সফরকারীরা। তবে ৪৩ মিনিটে মুলারের গোলে প্রথম এগিয়ে যায় বেয়ার্ন। বিরতির পর ৫২ মিনিটে কিংসলে কোম্যান গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৬৬ মিনিটে মুলার তার জোড়া গোল পূর্ণ করলে বেয়ার্ন এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। পরের গল্পটুকু শুধুই পোলিশ তারকা লেভানডোস্কির। ৭৯ মিনিটে চতুর্থ গোলটি করেন তিনি। ম্যাচ শেষের দুই মিনিট আগে নিজের দ্বিতীয় গোলটি করেন পোলিশ স্ট্রাইকার। তাতে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা। ফিরতি লেগে বেসিকটাসের মাঠ ভোডাফোন এরিনায় খেলতে যাবে বেয়ার্ন। মার্চের ১৪ তারিখে আবার মুখোমুখি হবে দুইদল। ম্যাচ শেষে বেয়ার্ন মিউনিখ কোচ জাপ হেইঙ্কেস বলেন, শুরুটা কিছুটা নড়বড়ে ছিল আমাদের। নিজেদের ছন্দ খুঁজে পাইনি। ম্যাচের মোড় পাল্টে দিয়ে ওই লাল কার্ড আর বিরতির ঠিক আগে পাওয়া গোলটা। ছেলেদের পারফর্মেন্সে আমি খুশি। এটা ঠিক যে শুরুতে সবকিছু ঠিকমতো হয়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে গেছে। এই জয়ে আমরা সুবিধা নিয়েই পরের লেগ খেলতে পারব। বেয়ার্নের সাফল্যের দুই রূপকার মুলার ও লেভানডোস্কি এ ম্যাচেও আলো ছড়িয়েছেন। করেছেন দুটি করে গোল। স্বাভাবিকভাবেই প্রিয় দুই শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন হেইঙ্কেস। এ প্রসঙ্গে তিনি বলেন, ওরা দুইজন অসাধারণ ফুটবলার। সবচেয়ে বড় কথা, দলের জন্য নিবেদিতপ্রাণ। ওরা জানে কি করতে হয়, এটা সথ্যিই অবিশ্বাস্য যে ওরা অসাধারণ ধারাবাহিক। পোলিশ তারকা লেভানডোস্কি বলেন, এই জয়ে আমরা সবাই খুশি। সবাই যার যার দায়িত্ব ঠিকমতো পালন করেছে। এখন তুরস্কে আমাদের অনেক সুবিধা হবে। লেভার কথাই ঠিক। কারণ পাঁচ গোলে এগিয়ে থাকায় বেসিকটাসকে যদি অঘটন ঘটাতে হয় তাহলে বেয়ার্নের জালে ফিরতি লেগে ছয় গোল দিতে হবে একটিও না খেয়ে।
×