ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেদভেদেভাকে টপকে গেলেন ১৫ বছরের এই রুশ তরুণী

শীতকালীন অলিম্পিকে জাগিতোভার বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৫:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০১৮

শীতকালীন অলিম্পিকে জাগিতোভার বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেই বাজিমাত করেছিলেন এলিনা জাগিতোভা। বুধবার শীতকালীন অলিম্পিকের ফিগার স্কেটিংয়ের শর্ট প্রোগ্রামে বিশ্ব রেকর্ড গড়ে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি। এবারের আসরে রাশিয়ান স্কেটারের পয়েন্ট রেকর্ড ৮২.৯২। এর ফলে ৮১. ৬১ পয়েন্ট সংগ্রহ করেও অলিম্পিকে ছায়া হয়ে রইলেন জাগিতোভারই স্বদেশী এবং অনুশীলন সঙ্গী ইভজেনিয়া মেদভেদেভা। ৭৮. ৮৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন কানাডার কায়েটলিন ওসমোন্ড। চতুর্থ হয়েছেন জাপানের সাতোকো মিয়াহারা। এবারের শীতকালীন অলিম্পিকের আয়োজক দক্ষিণ কোরিয়া। ১৭ দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজক শহর দেশটির বিখ্যাত শহর পিয়ংচ্যাং। নিষেধাজ্ঞার কারণে এবারের আসরে প্রতিনিধিত্ব করতে পারেনি রাশিয়া। মূলত ২০১৪ সালে সোচি অলিম্পিকে ব্যাপক ডোপিংয়ের কারণেই এমন সিদ্ধান্ত নেয় আর্ন্তজাতিক অলিম্পিক কমিটি। তবে দেশটির ১৬৯ জন্য এ্যাথলেট ব্যক্তিগতভাবে শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি পান। কিন্তু এখন পর্যন্ত রাশিয়ার হয়ে কোন এ্যাথলেট স্বর্ণপদক জিততে পারেননি। তবে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শুক্রবারই রাশিয়ার হয়ে স্বর্ণপদক জিততে চলেছেন এলিনা জাগিতোভা। জাগিতোভার বয়স মাত্র ১৫। ফিগার স্কেটিংয়ের শর্ট প্রোগ্রামে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে নজর কেড়ে নিয়েছেন সমর্থকদের। শুধু তাই নয়, টুর্নামেন্ট শুরুর আগে থেকেই যেভাবে মেদভেদেভা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সেটাও দখল করে নিলেন তরুণ প্রতিভাবান এই স্কেটার। তবে জাগিতোভা আর মেদভেদেভা একই কোচের অধীনে অনুশীলন করেন। বরফে তাদের সম্পর্কটা দারুণ কিন্তু প্রতিযোগিতা চলার সময় একে অপরের ভূমিকাটা চিরশত্রুর। এ প্রসঙ্গে জাগিতোভা বলেন, ‘এটা অনেকটা ছোট্ট যুদ্ধের মতোই। কিন্তু এই অনুভূতিটা কখনই খারাপ কিংবা নেতিবাচক নয়। বিদ্বেষপরায়ণ না হওয়ার কারণেই আমাদের লড়াই করার অনুভূতিটা বেশ ভাল।’ ১৯৭৬ সাল থেকে অলিম্পিকে চালু করা হয় শর্ট প্রোগ্রাম। তখন থেকেই দেখা গেছে আমেরিকান স্কেটারদের দাপট। তবে এবার দেখা গেল ব্যতিক্রম চিত্রনাট্য। প্রায় ৪২ বছর পর শর্ট প্রোগ্রামে দলগতভাবে খুব বাজে পারফর্মেন্স উপহার দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা। এবার তাদের সর্বোচ্চ অর্জন নবম। যুক্তরাষ্ট্রের স্কেটার হিসেবে সবচেয়ে ভাল ফলাফল মারাই নাগুসুর। দশম হয়েছেন কারেন চেন। একাদশতম জায়গাটা দখল করেছেন ব্র্যাডি টেনেল। তবে মারাই নাগুসুর কোচ টম জাকরাজসেক জাগিতোভার পারফর্মেন্সের ভূয়সী প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি এটা তার দুর্দান্ত কৌশল। আপনি যদি জিততে চান তাহলে অবশ্যই আপনাকে প্রতিটি একক পয়েন্ট পাওয়ার জন্যও চেষ্টা করতে হবে। কেননা এই অতিরিক্ত এক কিংবা দুই পয়েন্টই আপনার পার্থক্য গড়ে দিবে।’ জাগিতোভার বাবা ছিলেন রাশিয়ার সাবেক হকি খেলোয়াড়। তার সামনে এখন নতুন এক মাইলফলকের হাতছানি। অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ স্কেটার হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তার আগে ১৯৯৮ অলিম্পিকে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ফিগার স্কেটারে স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছিলেন তারা লিপিনস্কি। সেই অলিম্পিকে যুক্তরাষ্ট্রের এই প্রতিভাবান স্কেটারেরও বয়স ছিল ১৫।
×