ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাষাশহীদদের প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ০৫:২২, ২২ ফেব্রুয়ারি ২০১৮

ভাষাশহীদদের প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রদ্ধাঞ্জলি

জনকণ্ঠ ডেস্ক ॥ ভাষা শহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়, ব্যাংক বীমা এবং নানা সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। কর্মসূচীর মধ্যে ছিল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় বিশ্ববিদ্যালয় ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর মোঃ নোমান উর রশীদ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ॥ ‘বিশ্বজুড়ে মাতৃভাষা’ এ স্লোগান সামনে রেখে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার ও এনএসইউ ক্যাম্পাস শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচীতে দেশী-বিদেশী শিক্ষার্থী শিক্ষকসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এর সভাপতিত্বে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং প্রধান আলোচক ছিলেন বিশিষ্ঠ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবেদ খান। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক গিয়াস ইউ আহসান, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় ও অফিস প্রধানগণ। আলোচনা শেষে দেশের গান, কবিতা আবৃতি, ভাষা আন্দোলন ভিত্তিক নাটিকা পরিবেশন করে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠনের তারকা শিল্পীরা। সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ॥ সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ভাষা শহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদ্যাপন করে। তেজগাঁওস্থ বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রভাতফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়টির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, উপাচার্য ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ইস্টার্ন ইউনিভার্সিটি ॥ ইস্টার্ন ইউনিভার্সিটি ২১ ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে প্রভাতফেরি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্র্মসূচী গ্রহণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং বিশেষ অতিথি ছিলেন মোঃ আজিজুল ইসলাম, সাবেক চেয়াম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি। এতে সভাপতিত্ব করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম। জনতা ব্যাংক ॥ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের সিইও এ্যান্ড এমডি মোঃ আব্দুছ ছালাম আজাদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ব্যাংকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ ইসমাইল হোসেন ও মোহাম্মদ ফখরুল আলম, মহাব্যবস্থাপকবৃন্দসহ অন্যান্য নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী, অফিসার সমিতি এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক ॥ একুশের প্রথম প্রহরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মেজর জেনারল (অব) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলমের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অপণ করা হয়। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। এ ছাড়াও সোসাইটির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী বুকে কালো ব্যাচ ধারণ করেন। বুধবার সকালে সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ্ উদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বরত পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, স্বেচ্ছাসেবকসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিএইচবিএফসি ॥ যথাযথ মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। সদর দফতরে প্রতিষ্ঠিত নিজস্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আমিনউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী। এ সময় কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ঢাকাস্থ জোনাল ও শাখা অফিসের ব্যবস্থাপকদের নেতৃত্বে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পর্ষদ চেয়ারম্যান শেখ আমিনউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী শহীদদের আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ মাতৃকার মঙ্গল ও উন্নয়নের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান। -বিজ্ঞপ্তি।
×