ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তরায় থিয়েটার অঙ্গনের দুই দিনব্যাপী পথনাট্যোৎসব

প্রকাশিত: ০৪:১৬, ২২ ফেব্রুয়ারি ২০১৮

উত্তরায় থিয়েটার অঙ্গনের দুই দিনব্যাপী পথনাট্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি গত এক যুগেরও অধিক কাল সময় ধরে উত্তরা জনপদের নাগরিকদের সুস্থ সংস্কৃতি চর্চা, বিকাশ ও চিত্ত বিনোদনে প্রধানতম ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানে অভিনয় বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত নাট্যদল থিয়েটার অঙ্গনের উদ্যোগে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার উত্তরা রবীন্দ্র স্মরণীর পশ্চিমের শেষ প্রান্ত বটমূলে দুই দিনব্যাপী পথনাট্যোৎসবে আয়োজন করা হয়েছে। দুই দিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এ উৎসব চলবে। একুশের প্রথম কবিতার রচয়িতা প্রয়াত ভাষা সংগ্রামী কবি মাহবুব উল আলম চৌধুরীর স্মৃতির প্রতি উৎসর্গীকৃত পথনাট্যোৎসবে দেশের স্বনামধন্য নাট্যসংগঠনগুলো তাদের পরিবেশনা তুলে ধরবে। উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন এবং অপারেশন) মো. মোখলেসুর রহমান বিপিএম (বার) ও সমাপনী দিনে বিজিএমইএএর সাবকে সভাপতি মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি স্ত্রী জওশন আরা রহমান, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি নাট্যজন মান্নান হীরা ও সহসভাপতি নাট্যজন ড. মোহাম্মদ বারী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক ভূঁইয়া সফিকুল ইসলাম এবং কালাম সুয়েটার্স লিমিটেড ও এ্যাপোলে ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। উৎসব সভাপতিত্ব করবেন বরেন্য শিক্ষাবিদ এমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। এবারের নাট্যোৎসবে থিয়েটার অঙ্গনের এগারতম প্রযোজনা নাট্যজন মান্নান হীরা রচিত ও নির্দেশিত নাটক ‘ফুলেশ্বরীর কাব্যগাথা’ সমাপনী দিন ২৪ তারিখে উদ্বোধনী প্রদর্শনী হবে।
×