ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোহেল আহমেদ খানের একক আবৃত্তি সন্ধ্যা আজ

প্রকাশিত: ০৪:১৬, ২২ ফেব্রুয়ারি ২০১৮

সোহেল আহমেদ খানের একক আবৃত্তি সন্ধ্যা আজ

স্টাফ রিপোর্টার ॥ নাট্য সংস্কৃতি চর্চার পাশাপাশি অপেক্ষাকৃত প্রচারবিমুখ প্রতিভাকে তুলে আনা এবং এর প্রচার ও প্রসারে কাজ করছে মৌলিক পরিবারের অন্যতম প্রতিষ্ঠান মৌলিক কমিউনিকেশন। ঢাকা শহরের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন শিল্প ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশে কাজ করছে মৌলিক কমিউনিকেশন। এরই ধারাবাহিকতায় সাংস্কৃতিক আয়োজনের প্রথম পর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাঁটাবনের এলিফ্যান্ট রোডের দীপনতলা মিলনায়তনে ‘গুণীজন সম্মাননা ও নাট্যজন সোহেল আহমেদ খানের একক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিত্রশিল্পী, শিক্ষক এবং সামাজিক সাংস্কৃতিক ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী জাতীয় সংগঠন ‘উন্নয়ন ধারা’র চেয়ারম্যান নাজমা আক্তার। মৌলিক কমিউনিকেশনের চেয়ারম্যান সাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী, সামাজিক সাংস্কৃতিক ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী জাতীয় সংগঠন ‘উন্নয়ন ধারা’র সভাপতিম-লীর সদস্য এবং মৌলিক পরিবারের অন্যতম উপদেস্টা মোঃ মামুনুর রশীদ মামুন, বিশিষ্ট কবি ও সমাজসেবক রাশেদ রেহমান, ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের সাধারণ সম্পাদক লায়ন ভূইয়া মোহাম্মদ রাশেদ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করবেন মৌলিক কমিউনিকেশনের সদস্য তুষার খান ও কানিজ ফাতেমা। ঢাকা মৌলিক নাট্যদল তথা মৌলিক পরিবারের প্রধান উপদেষ্টা সোহেল আহমেদ খান উত্তরবঙ্গের কৃতী একজন সংস্কৃতিকর্মী। বগুড়া জেলার সোনাতলা থানা শহরের জন্ম সোহেল আহমেদ খান স্থানীয় সংলাপ থিয়েটার, সোনাতলা থিয়েটার, বগুড়া আজিজুল হক কলেজ থিয়েটার ও বগুড়া থিয়েটারের কর্মী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বহু গুণে গুণান্বিত সোহেল আহমেদ খান। অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন। নাট্যচর্চার পাশাপাশি একজন দক্ষ সংগঠক ও সমাজসেবক হিসেবে বিশেষ অবদান রাখছেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের একজন দক্ষ সদস্য হিসেবে তিনি সর্বদাই সাফল্যের স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি ২০০৮ সালে তিনি গড়ে তোলেন সামাজিক সাংস্কৃতিক ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী জাতীয় সংগঠন ‘উন্নয়ন ধারা’। এই সংগঠনের নির্বাহী চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন তিনি। মানবতার সেবায় ছুটে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। আজকের এই আয়োজনের মাধ্যমে তিনি পুরোদস্তুর আবৃত্তি শিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করছেন। তার জন্য শুভ কামনা।
×