ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তত্ত্বাবধায়ক-সহায়ক সরকারের স্বপ্ন ভুলে যান ॥ তোফায়েল

প্রকাশিত: ০৪:১৫, ২২ ফেব্রুয়ারি ২০১৮

তত্ত্বাবধায়ক-সহায়ক সরকারের স্বপ্ন ভুলে যান ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২১ ফেব্রুয়ারি ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যারা তত্ত্বাবধায়ক সরকার ও সহায়ক সরকারের স্বপ্ন দেখেন, তারা সেই স্বপ্ন ভুলে যান। আগামী নির্বাচন হবে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীন। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে আর কোন কিছু হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, যদি কেউ আন্দোলনের নামে অরাজকতা করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কারণ মানুষের জানমালের নিরাপত্তা য়ো আইনপ্রয়োগকারী সংস্থা ও সরকারের কর্তব্য। বুধবার দুপুরে ভোলার বাংলাবাজারে ফাতেমা খানম কলেজ অডিটরিয়ামে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবসের আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় না আসলে স্বাধীনতার মূল্যবোধ চেতনা আবার প্রতিস্থাপন করতে পারতাম না। আওয়ামী লীগ যদি ২০০৯ সালে সরকার গঠন না করত তাহলে যুদ্ধাপরাধী মানবতাবিরোধীদের বিচার হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হলে এ বিচার হতো না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভোলার চেহারা পাল্টে যাবে। ভোলা হবে সিঙ্গাপুর। ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। গ্যাসের ওপর ভিত্তি করে অনেক শিল্প কলকারখানা গড়ে উঠবে। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, জাতীয় অধ্যাপক গবেষক মুনতাসীর মামুন, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ। নওগাঁয় নির্মাণাধীন পেট্রোলপাম্পের ছাদ ধসে ২ শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ ফেব্রুয়ারি ॥ বুধবার নিয়ামতপুরে নির্মাণাধীন একটি পেট্রোলপাম্পের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শ্রমিক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মান্দা-নিয়ামতপুর সড়কের বাদ-মালঞ্চি এলাকায়। নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) মোঃ নাজমুল হক জানান, বাদ-মালঞ্চি এলাকায় একটি পেট্রোলপাম্পের নির্মাণ কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক সেখানে নিয়মিত কাজ করছিলেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় নির্মাণাধীন ওই পেট্রোলপাম্পের ছাদের একাংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলো, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রাজাবাড়ি গ্রামের সুজন (২৫) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাবতলী গ্রামের আনিছুর রহমান (৩৫)।
×