ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জুতা পায়ে প্রভাতফেরি!

প্রকাশিত: ০৪:১৩, ২২ ফেব্রুয়ারি ২০১৮

জুতা পায়ে প্রভাতফেরি!

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২১ ফেব্রুয়ারি ॥ আমতলীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতফেরিতে জুতা পায়ে অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিজীবীরা। বুধবার সকালে প্রভাতফেরি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়। সরকারী কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের লোকজন অংশগ্রহণ করেন। আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা, আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আমতলী একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শাহজালাল ইসলামী ব্যাংক ব্যবস্থাপকসহ বিভিন্ন চাকরিজীবীরা জুতা পায়ে প্রভাতফেরিতে অংশগ্রহণ করেছেন। শহীদ মিনারের ফুল উধাও সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ২১ ফেব্রুয়ারি ॥ অমর একুশে সৈয়দপুরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে অর্পিত ফুলের মালা কয়েক ঘণ্টার মধ্যে উধাও হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন স্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে সৈয়দপুর কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। সবার আগে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সাংসদ আলহাজ শওকত চৌধুরীসহ উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করে পুলিশ প্রশাসন, রেলওয়ে বিভাগ, সৈয়দপুর পৌরসভাসহ বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ। এরপর সকালের প্রভাতফেরির মাধ্যমে একই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এতে ফুলে ফুলে ঢাকা পড়ে শহীদ বেদি।
×