ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় যন্ত্রাংশ রফতানি করছে ওয়ালটন

প্রকাশিত: ০৪:১০, ২২ ফেব্রুয়ারি ২০১৮

ইন্দোনেশিয়ায় যন্ত্রাংশ রফতানি করছে ওয়ালটন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত দশকেও বাংলাদেশী ফ্রিজের বাজার ছিল সম্পূর্ণ আমদানি নির্ভর। ওয়ালটন দেশেই ফ্রিজ উৎপাদন শুরুর পর চলতি দশকের শুরু থেকেই হ্রাস পেতে থাকে ফ্রিজ আমদানিকারকদের দৌরাত্ম্য। অতি দ্রুত এই খাতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠে বাংলাদেশ। বর্তমানে স্থানীয় চাহিদা মিটিয়ে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ফ্রিজ রফতানির মাধ্যমেও দেশের রিজার্ভে যোগ হচ্ছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা। ওয়ালটন ফ্রিজের পর এবার শুরু করল ফ্রিজের যন্ত্রাংশ রফতানি। ইন্দোনেশিয়ায় রফতানি হচ্ছে ওয়ালটনের তৈরি ফ্রিজের যন্ত্রাংশ। ওয়ালটন সূত্রমতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ও বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার কাছ থেকে বাংলাদেশে তৈরি ফ্রিজের বিভিন্ন কাঁচামাল বা যন্ত্রাংশের বৃহৎ রফতানি আদেশ পাওয়া গিয়েছে। এরই প্রেক্ষিতে গত সপ্তাহে ফ্রিজের খুচরা যন্ত্রাংশ বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। রফতানিকৃত পার্টসের মধ্যে রয়েছে ফ্রিজের প্রাণ হিসেবে খ্যাত কম্প্রেসার, রেফ্রিজারেটর ডোর বা দরজা, রেফ্রিজারেটর ডোর হিন্জ, ড্রয়ার, ডোর প্লাস্টিক সেল্ফ, রেফ্রিজারেটর কেবিনেট বডি।
×