ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইউনিক হোটেলের শেয়ার কিনল প্রান্তিক ট্রাভেলস

প্রকাশিত: ০৪:০৮, ২২ ফেব্রুয়ারি ২০১৮

ইউনিক হোটেলের শেয়ার কিনল প্রান্তিক ট্রাভেলস

অর্থনৈতিক রিপোর্টার ॥ পূর্বঘোষণা অনুসারে বাজার দরে ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্টস লিমিটেডের ২ লাখ ৫০ হাজার শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রান্তিক ট্রাভেলস এ্যান্ড ট্যুরিজম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, প্রান্তিক ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান গোলাম মোস্তফা ইউনিক হোটেলের একজন স্বতন্ত্র পরিচালকও। গত নবেম্বরে ব্যক্তিগত বিও হিসাবেও তিনি ভ্রমণ ও অবকাশ খাতের তালিকাভুক্ত কোম্পানিটির ১ লাখ শেয়ার কিনেছেন। ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিক হোটেল। এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮০ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৮৮ টাকা ৮২ পয়সায়। ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে কোম্পানিটির ইপিএস হয় ৩ টাকা ৬১ পয়সা। জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় সেবার ১৮ মাসে হিসাব বছর গণনা করেছে ইউনিক হোটেল। সে সময়ের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ইউনিক হোটেলের ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৯৫ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ৮৮ টাকা ৩ পয়সা। সর্বশেষ রেটিং অনুসারে দীর্ঘমেয়াদে ইউনিক হোটেলের ঋণমান ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এ্যান্ড সার্ভিসেস লিমিটেড। ডিএসইতে ইউনিক হোটেল শেয়ারের সর্বশেষ দর ছিল ৬৩ টাকা। সমাপনী দর ছিল ৬৩ টাকা ২০ পয়সা, আগের কার্যদিবসে যা ছিল ৬২ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ৬৪ টাকা ৩০ পয়সা ও সর্বনিম্ন ৪৬ টাকা ৫০ পয়সা। ২০১২ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৯৪ কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভ ১ হাজার ২ কোটি ২৪ লাখ টাকা। মোট শেয়ারের ৫২ দশমিক ১৭ শতাংশ কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ২৯.৪২, বিদেশী বিনিয়োগকারী ১.৬১ শতাংশ এবং বাকি ১৬.৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে।
×