ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপান সাগরে রুশ টহল

প্রকাশিত: ০৪:০৬, ২২ ফেব্রুয়ারি ২০১৮

জাপান সাগরে রুশ টহল

রাশিয়ার দুটি যুদ্ধবিমানকে জাপান সাগরের আকাশে টহল দিতে দেখা গেছে। তু-৯৫এমএস নামের দুটি যুদ্ধবিমান জাপান সাগর ও প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশের আকাশে টহল দেয়। বিমান দুটি জাপানের এফ-৪, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানের কঠোর নজরদারির মধ্যে ছিল। নিরপেক্ষ জলসীমার ওপর আকাশ ব্যবহারের আন্তর্জাতিক আইন মেনেই এ টহল পরিচালনা করা হয়। -সিনহুয়া গুহায় প্রাগৈতিহাসিক উপাদান... মেক্সিকোর ইয়ুকাতান উপদ্বীপে জঙ্গলের মধ্যে চুনাপাথরে জলের ধারায় তৈরি গুহায় পাওয়া গেছে প্রাগৈতিহাসিক পশুর জীবাশ্ম। পাশাপাশি পাওয়া গেছে মায়া সভ্যতার ধর্মীয় সৌধের ভগ্নাবশেষও। ধারণা করা হচ্ছে, এসব গুহায় যেসব মানুষ ও পশুরা পানির সন্ধানে প্রবেশ করেছিল তারা কেউই বেঁচে ফিরতে পারেনি। গুহাগুলোতে ২৬ লাখ থেকে ১১,৭০০ বছর আগে প্লেইস্টোসিন যুগের ইতিহাস সংরক্ষিত আছে। এতে সে সময়ের বিভিন্ন উপাদানও পাওয়া গেছে। -ইন্ডিয়া টুডে
×