ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হার্ড ব্রেক্সিট দাবি ॥ টেরেসা মে’র কাছে ৬২ এমপির চিঠি

প্রকাশিত: ০৪:০৫, ২২ ফেব্রুয়ারি ২০১৮

হার্ড ব্রেক্সিট দাবি ॥ টেরেসা মে’র কাছে ৬২ এমপির চিঠি

ব্রিটেনের কনজারভেটিভ পার্টির ৬০জনের বেশি পেছনের সারির এমপি প্রধানমন্ত্রী টেরেসা মে’র কাছে হার্ড ব্রেক্সিট চেয়ে চিঠি দিয়েছেন। ব্রেক্সিট নিয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠকের আগে তারা ওই চিঠি দেন। দলের অন্য সদস্যরা এতে ক্ষুব্ধ হয়েছেন। তারা বিষয়টিকে ‘মুক্তিপণ’ দাবি করে চিঠি দেয়ার সঙ্গে তুলনা করেছেন।- গার্ডিয়ান মে’র কাছে ওই চিঠিটি পাঠিয়েছে দলের ইউরোপিয়ান রিসার্চ গ্রুপ (ইআরজি)। গ্রুপের সদস্যরা হার্ড ব্রেক্সিটের পক্ষে তাদের মতামত তুলে ইইউ ছাড়ার প্রক্রিয়া থেকে তারা আসলে কী আশা করেন সেটি তুলে ধরেছেন। তারা ‘পূর্ণ নিয়ন্ত্রণমূলক স্বায়ত্তশাসনের’ পক্ষেই তাদের মতামত তুলে ধরেছেন। এতে দলের ভেতরই সফট্ ব্রেক্সিটের পক্ষে থাকা অংশটি ক্ষোভ প্রকাশ করেছে। দলের ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য নিকি মর্গান বলেছেন, ‘এটি কোন সাধারণ চিঠি নয়, এ হলো মুক্তিপণ দাবি করে লেখা চিঠি। প্রধানমন্ত্রী যেন তাদের হাতে জিম্মি হয়ে পড়েছেন।’ প্রধানমন্ত্রী মে ছাড়াও ব্রেক্সিট বিষয়কমন্ত্রী ডেভিড ডেভিস, বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স এবং চীফ হুইপ জুলিয়ান স্মিথের কাছেও চিঠিটি পাঠান হয়েছে। মন্ত্রিপরিষদকেও বিষয়টি অবহিত করা হয়েছে। কারণ ইইউর সঙ্গে ভবিষ্যত বাণিজ্যিক সম্পর্ক কী হবে সে সম্পর্কে কেবিনেটকে শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে।
×