ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিরোধীদের সঙ্গে সংলাপে প্রস্তুত মালদ্বীপ সরকার

প্রকাশিত: ০৪:০৫, ২২ ফেব্রুয়ারি ২০১৮

বিরোধীদের সঙ্গে সংলাপে প্রস্তুত মালদ্বীপ সরকার

মালদ্বীপের সরকার বুধবার জানিয়েছে, তারা দ্বীপ দেশটির পরিস্থিতি স্বাভাবিক করতে বিরোধীদের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত রয়েছে। এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জরুরী অবস্থার সময় বাড়ানোর পরিপ্রেক্ষিতে উদ্বেগ নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। খবর এএফপির। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সরকার বর্তমান পরিস্থিতির গুরুত্ব ও পরিণাম সম্পর্কে সচেতন রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই মর্মে আশ্বস্ত করছে যে, এ সিদ্ধান্তটি সর্বশেষ অবস্থান হিসেবে নিয়েছে। যাকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা ও সাংবিধানিক আদেশের মাধ্যমে নিশ্চিত করছে যে, এটি আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নেয়া হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পরামর্শের ভিত্তিতে সরকারের অনুরোধে ও মঙ্গলবারের সিদ্ধান্ত অনুযায়ী পার্লামেন্টের মাধ্যমে জরুরী অবস্থার মেয়াদ আরও ৩০ দিনের জন্য বাড়ানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা স্বাভাবিক হওয়ার পরপরই খুব দ্রুতই জরুরী অবস্থা তুলে নেয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আমাদের বন্ধু ও অংশীদারদের জন্য এটি গুরুত্বপূর্ণ যে, তারা যেন মালদ্বীপের সরকার ও জনগণের পাশে থাকেন, যাতে দেশের পরিস্থিতি স্বাভাবিক ও ইতিবাচক করা যায়। প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের অনুরোধে মালদ্বীপের পার্লামেন্ট মঙ্গলবার জরুরী অবস্থার মেয়াদ ৩০ দিন বাড়ায়। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, অবৈধ কার্যক্রম চালনাকারীদের ওপর এ জরুরী অবস্থা কার্যকরী হবে। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা পর্যটকদের ওপর কার্যকর হবে না। প্রেসিডেন্ট ইয়ামিন ৫ ফেব্রুয়ারি ১৫ দিনের জরুরী অবস্থা জারি করেন। পহেলা ফেব্রুয়ারি সুপ্রীমকোর্টের রায় অনুযায়ী সব বিরোধী নেতার মুক্তির আদেশ দেয়ার প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হওয়ায় জরুরী অবস্থা ঘোষণা করে সরকার।
×