ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরাফাত শাহীন

সবার জন্য ফোর-জি

প্রকাশিত: ০৪:০৩, ২২ ফেব্রুয়ারি ২০১৮

সবার জন্য ফোর-জি

আমাদের প্রিয় বাংলাদেশ এখন আর বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের অপরাপর দেশের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। বলা চলে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে এগিয়ে চলছে। স্বাধীনতার পর থেকে দীর্ঘ এ পথ পরিক্রমায় বাংলাদেশ অনেক পথ এগিয়েছে। একটা সময় আমরা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে ছিলাম। কিন্তু বর্তমান সময়ে আমাদের আর্থিক সক্ষমতা নিঃসন্দেহে চোখে পড়ার মতো। এখন আর বড় কোন কাজ করতে গিয়ে আমাদের বিশ্বের কোন ধনী দেশের দিকে হাত পেতে বসে থাকতে হয় না। নিজেদের টাকা দিয়ে পদ্মা সেতু বানিয়ে বিশ্বকে আমরা এটি বেশ ভালভাবেই দেখিয়ে দিতে সক্ষম হয়েছি। একটা সময় আমাদের খাদ্যে বেশ ঘাটতি লক্ষ্য করা যেত। কিন্তু কৃষিক্ষেত্রে আমাদের এমন একটা বিপ্লব সংঘটিত হয়েছে যে, আমরা খাদ্যেও প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে আমরা তথ্য-প্রযুক্তির ক্ষেত্রেও দিন দিন এগিয়ে যাচ্ছি। যদিও আমাদের এগিয়ে যাওয়ার গতি কিছুটা মন্থর। কারণ তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে আমাদের আজও বেশকিছু সমস্যা বিদ্যমান রয়েছে। বর্তমান সরকার সাধ্যমতো এ খাতে উন্নতি করার চেষ্টা করে যাচ্ছে। একটা সময় সামান্য একটা তথ্য পাবার জন্য হয়রান হতে হতো। অথচ তথ্য-প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি আমাদের সমস্ত তথ্যভা-ার আজ হাতের মুঠোয় এনে দিয়েছে। যে কেউ চাইলে সহজেই সকল প্রকার তথ্য সংগ্রহ করতে পারে। বাংলাদেশে এখন মোবাইল কোম্পানিগুলো থ্রি-জি সেবা প্রদান করে চলেছে। পৃথিবীর বিভিন্ন দেশে ফোর-জি সেবা চালু হলেও নানা প্রতিকূলতার জন্য আমাদের দেশে এখনও তা চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি দেশে ফোর-জি ইন্টারনেট সেবা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা অবশ্যই সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এতে করে তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে যে একটা বিপ্লবের সৃষ্টি হবে তাতে কোনপ্রকার সন্দেহের অবকাশ নেই। আর বর্তমান সময়ে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে দ্রুতগতির ইন্টারনেট সেবার কোন বিকল্প নেই। এক্ষেত্রে নানাপ্রকার বাঁধার সম্মুখীন হওয়া লাগতে পারে। উন্নত বিশ্বের প্রযুক্তি কাজে লাগিয়ে সে সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে। আরেকটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে, থ্রি-জি সেবা কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষকে সন্তুষ্ট করতে পারেনি। এখনও দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এ ধরনের সেবা থেকে বঞ্চিত। দেশের প্রতিটি মানুষের জন্য ফোর-জি সেবা নিশ্চিত করা একটি বিরাট চ্যালেঞ্জ। সরকার যদি এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয় তবেই দেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী থেকে
×