ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাপোলোকে মাত্র ৫ লাখ টাকা জরিমানা অর্থহীন ॥ টিআইবি

প্রকাশিত: ০৫:৪৭, ২১ ফেব্রুয়ারি ২০১৮

এ্যাপোলোকে মাত্র ৫ লাখ টাকা জরিমানা অর্থহীন ॥ টিআইবি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (রোগ নির্ণয়ের জন্য রাসায়নিক দ্রব্য) ও অননুমোদিত বিদেশী ওষুধ উদ্ধারের ঘটনায় মাত্র পাঁচ লাখ টাকা জরিমানা এ্যাপোলোর জন্য অর্থহীন বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে শুধু জরিমানা নয় জনস্বাস্থ্যের সুরক্ষা নষ্টকারী সকল প্রতিষ্ঠানকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে জনস্বাস্থ্যের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সরকারকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহের ওপর নজরদারি জোরদার করতে হবে পাশাপাশি নিয়ম ভঙ্গকারী অতি মুনাফালোভী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে হবে। এছাড়া এ্যাপোলো হাসপাতালের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঁচ লাখ টাকা জরিমানা এ ধরনের অপরাধ দমনে কোন ভূমিকাই রাখবে না।
×