ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএনপির জন্য নির্বাচন বন্ধ হবে না ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপির জন্য নির্বাচন বন্ধ হবে না ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২০ ফেব্রুয়ারি ॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন আগামী সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক না করুক তাতে কিছুই যায় আসেনা। তাদের জন্য নির্বাচন বন্ধ হবেনা, নির্বাচন হবেই। তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। মঙ্গলবার দুপুরে তিনি রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। খালেদা জিয়ার কারাগারে যাওয়া নিয়ে এরশাদ বলেন, রাজনীতি করলে জেলে যেতে হবে আমিও জেলে গিয়েছি। এ নিয়ে এত বাড়াবাড়ির কি আছে। তিনি বলেন, রায় দিয়েছে বিচারক, এ নিয়ে কোন মন্তব্য আমি করব না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন করাকে তিনি দোষের কিছু মনে করেন না। তারা আন্দোলন করতেই পারে। তবে কোন ধ্বাংত্মক কর্মসূচী না দেয়াই তাদের জন্য মঙ্গল মনে করেন তিনি। বিএনপির কয়েকজন শীর্ষ নেতা জাপাতে যোগ দিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন পার্টি প্রধান এইচ এম এরশাদ। তবে, যারা যোগদান করছেন তাদের নাম জানতে চাইলে তিনি হেসে উড়িয়ে দিয়ে বলেন, এখন বলা যাবে না। প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, কেউ যদি ইচ্ছে করে আমার দলে যোগ দিতে চায় কেন তাদের নেব না। তারা যদি ভাল নেতা হয় যোগ্য প্রার্থী হয় তাদের অবশ্যই দলে নেব। আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেব। এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি মোটর শোভাযাত্রা সহকারে রংপুর সার্কিট হাউসে আসেন । এ সময় তার সঙ্গে ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাপার কো চেয়ারম্যান জিএম কাদের, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা যুবসংহতির সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক, গঙ্গাচড়া উপজেলা সভাপতি আলহাজ শামসুল আলম, সদর উপজেলা সাধারণ সম্পাদক আতোয়ার রহমান মিলনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×