ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের পাসপোর্ট করা ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ

প্রকাশিত: ০৫:৩৮, ২১ ফেব্রুয়ারি ২০১৮

রোহিঙ্গাদের পাসপোর্ট করা ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দালাল ও রোহিঙ্গাদের পাসপোর্ট করা ঠেকাতে কঠোর হতে নির্দেশ দিয়েছেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোঃ মাসুদ রেজওয়ান। মঙ্গলবার কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় পরিদর্শনকালে এই নির্দেশ দেন তিনি। মেজর জেনারেল মোঃ মাসুদ রেজওয়ান বলেন, পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশী পাসপোর্ট করে বিদেশ পাড়ি দেয়ার অপচেষ্টা করছে। এই জন্য ভুয়া পরিচয়ে পাসপোর্ট করার তোড়জোড় করছে তারা। তাদের এই অপচেষ্টা ঠেকাতে অত্যন্ত কঠোর হতে হবে। এজন্য যত কঠোরতা দরকার-সব ধরনের কঠোরতা অবলম্বন করতে হবে। মূল কথা, কোনভাবেই রোহিঙ্গারা পাসপোর্ট পেতে পারবে না। তিনি বলেন, যত প্রভাবশালীর সুপারিশ থাকুক না কেন, কোন ফাইল সন্দেহ হলেই তা আবার যাচাই করতে হবে। যাচাই করে রোহিঙ্গা প্রমাণ হলেই তা বাতিল করতে হবে। এই জন্য চাপ আসলে সব ধরনের আমি ফেস করব। এ বিষয়ে তিনি পুলিশের ডিএসবি শাখাকে সহযোগিতা করার আহ্বান জানান। অধিদফতরের মহাপরিচালক বলেন, কিছু চক্র পাসপোর্ট কার্যালয়ে ঘিরে অপকর্মের ফাঁদ পেতে পাসপোর্ট আবেদনকারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এসব দালালরা পাসপোর্ট অধিদফতরের অর্জনকে নষ্ট করে দিচ্ছে। তাই পুরো দেশের পাসপোর্ট কার্যালয়গুলোকে দালালমুক্ত করা হচ্ছে। কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়কেও দালালমুক্ত করতে হবে। দালালদের বিষয়ে কোন ছাড় নয়। তিনি আরও বলেন, পাসপোর্ট ডেলিভারি হলে যার পাসপোর্ট তাকেই নিতে আসতে হবে। একজনের পাসপোর্ট অন্যজনকে ডেলিভারি দেয়া যাবেনা। যদি দেয়া হয় তাহলে পাসপোর্ট কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা হবে। পরিদর্শনকালে অধিদফতরের মহাপরিচালক মাসুদ রেজওয়ান সাংবাদিকদের কাছ থেকে পাসপোর্ট কার্যালয়ের সেবা ও পরিবেশ সম্পর্কে জানতে চান। এ সময় সাংবাদিকরা মৌলবি আজিজ, শাহাব উদ্দীনসহ বিভিন্ন দালাল ও পাসপোর্ট কার্যালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের সম্পর্কে বলেন। এ সময় পাসপোর্ট ফরম লিখক সমিতি সম্পর্কেও সাংবাদিকরা ডিজিকে অবহিত করেন। এ সময় কঠোর ভাষায় তিনি বলেন, এই রকম কোন সংগঠনের অস্তিত্ব নেই। এটা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলব। এ জন্য তিনি কর্মকর্তা-কর্মকর্তাদের মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে অফিসে মোবাইল না আনার নির্দেশ দেন। পরিদর্শনকালে মেজর জেনারেল মোঃ মাসুদ রেজওয়ান পাসপোর্ট আবেদন করতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলেন।
×