ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সর্বকনিষ্ঠ বোলার হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ১৯ বছর বয়সী

রশীদ খান নাম্বার ওয়ান

প্রকাশিত: ০৪:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০১৮

রশীদ খান নাম্বার ওয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ রশীদ খান। ক্রিকেটের ছোট দেশ আফগানিস্তানের বড় তারকা। সত্যি বলতে কেবল আফগানিস্তানই নয়, লেগস্পিনের অবিশ্বাস্য ঘূর্ণিজাদুতে বিশ্ব ক্রিকেটেই আলোনার বিষয় হয়ে উঠেছেন ১৯ বছর বয়সী। দুরন্ত-দুর্বার নৈপুণ্যে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন। মঙ্গলবার প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ভারতীর পেসার জাসপ্রীত বুমরাহর সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন রশীদ। র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৯ বছর ১৫৩ দিন) বোলার হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন এই লেগস্পিনার। দক্ষিণ আফ্রিকা সিরিজে ৮ উইকেট নিয়ে বুমরাহ এগিয়েছেন দুই ধাপ। বুমরাহ-রশীদ দু’জনেরই রেটিং পয়েন্ট সমান ৭৮৭। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে পরের তিনটি স্থানে যথাক্রমে ট্রেন্ট বোল্ট, জস হ্যাজলউড ও হাসান আলি। কেবল বোলিং নয়, প্রয়োজনে ব্যাট হাতেও কম যান না আফগান তারকা। তাই তো অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও শীর্ষ পাঁচে প্রবেশ করেছেন রশীদ। আমিরাতে জিম্বাবুইয়ের বিপক্ষে শেষ ম্যাচে ২৯ বলে ৪৩ রানসহ দুই ম্যাচে করেন ৫১ রান। ১১ ধাপ এগিয়ে তিনি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আছেন চার নম্বরে। শীর্ষ তিন অলরাউন্ডারে কোন পরিবর্তন হয়নি। সবার ওপরে আছেন সাকিব আল হাসান। শারজায় পঞ্চম ম্যাচে জিম্বাবুইয়েকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ৪-১এ সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। ম্যাচে ৩ শিকারি সিরিজে রশীদ নিয়েছেন ১৬ উইকেট। ক্যারিয়ারে মাত্র ৩৭ ওয়ানডেতে ৮৬ উইকেট নিয়ে রেকর্ডের দিকে ছুটছেন আলোচিত এই লেগস্পিনার। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে শিকারের সেঞ্চুরির রেকর্ডটা অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের দখলে। ২০১৬ সালে স্টার্ক মাত্র ৫২ ম্যাচ খেলে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন। তিনি সেবার প্রায় দুই দশক ধরে অক্ষত থাকা পাকিস্তানের সাকলাইন মুস্তাকের রেকর্ডটি ভেঙ্গে দেন। সাকলাইন ৫৩ ওয়ানডে খেলে নিয়েছিলেন ১০০ উইকেট। পাশাপাশি শোয়েব আখতারের রেকর্ডটিও ভেঙ্গে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান এই পেসার।
×